Karnataka Result Update: সহজেই সরকার গঠনের ম্যাজিক ফিগার পার কংগ্রেসের, মিলতে চলেছে ডিকে-র ভবিষ্যৎবাণী

Published : May 13, 2023, 07:00 PM IST
Mallikarjun Kharge

সংক্ষিপ্ত

কর্ণাটকে কংগ্রেসের বাঁধভাঙা জয়। সরকার গঠনের ম্যাজিক ফিগার পার করল কংগ্রেস। গতবারের থেকে অনেক আসন বেশি পেয়েছে কংগ্রেস। 

কর্ণাটকে বাঁধ ভাঙা জয় কংগ্রেসের। সরকার গঠনের ম্যাজিক ফিগার পার করল কংগ্রেস। নির্বাচন কমিশনের ওয়েব সাইট অনুযায়ী সন্ধ্যে পৌঁনে সাতটা নাগাদ কংগ্রেস জয়ী হয়েছে ১২৬ টি আসনে। এগিয়ে রয়েছে ১০টি আসনে। আন্দাজ করা যেতে পারে কংগ্রেসের দখলে ১৩৬ আসন আসতে চলেছে। অন্যদিকে বিজেপি জয়ী হয়েছে ৬০ আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে। যার মধ্যে সবমিলিয়ে ৬৫টি আসন পাতে পারে বিজেপি। জনতা দল সেকুলার জয়ী হয়েছে ১৯টি আসনে। দুটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা।

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৮০। যার অর্থ ৫৫টিরও বেশি আসন এবার পেতে চলেছে কংগ্রেস। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা ছিল ১০৪। এবার কর্ণাটক নির্বাচনে রীতিমত ধরাসায়ী গেরুয়া সিবির। প্রায় ৩৯টি আসন হারাতে চলছে বিজেপি। খারাপ ফল করেছে জেডিএস। এই দল গত নির্বাচনে ৩৭টি আসন পেয়েছিল। এবার ১৮টি আসন হারিয়েছে। অথচ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল জেডিএস কর্ণাটকের কিংমেকার হতে পারে। কিন্তু যা পরিস্থিতি তাতে কংগ্রেস একাই সরকার গঠন করতে পারে। অন্য কোনও দলের সহযোগিতা প্রয়োজন হবে না। কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার একাধিক বার বলেছেন, কর্ণাটকে কংগ্রেস ১৪০টি আসন পাবে। কংগ্রেস যেপথে যাচ্ছে তাতে ১৪০এর কাছে গিয়ে থামবে বলেও মনে করছেন অনেকে।

অন্যদিকে কংগ্রেস ইতিমধ্যেই নব নির্বাচিত বিধায়কদের বেঙ্গালুরু তলব করেছে। আজ সন্ধ্যের মধ্যেই তাদের বেঙ্গালুরুতে আসার নির্দেশ দিয়েছে। এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে কংগ্রেস। কর্ণাটকের মত বড় রাজ্যে জয়ে কংগ্রেসের শিবিরে রীতিমত উচ্ছ্বাস। কংগ্রেসের ফ্যাক্টর হিসেবে আবারও আত্মপ্রকাশ করতে চলেছেন রাহুল গান্ধী। দলের জয়ের পরই দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, কর্ণাটক হিংসার বিরুদ্ধে ভালবাসার পক্ষে ভোট দিয়েছে। শক্তির কাছে হেরে গেছে ক্ষমতা। অন্যদিকে কংগ্রেসের এই সাফল্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রিয়াঙ্কা গান্ধীও দলের এই সাফল্য দলীয় নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এবার প্রশ্ন কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন? কংগ্রেসের কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার না প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কারণ সিদ্দারামাইয়ার ছেলে ইতিমধ্যেই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বাবা অনেকটাই এগিয়ে রয়েছেন। কিন্তু কর্ণাটকে ভোট প্রচারেও কংগ্রেসের মুখ ছিলেন ডিকে শিবকুমার। তিনি গান্ধী পরিবারের ঘনিষ্টও বটে। এবার দেখার কোন দিকে ছাড়পত্র দেয় গান্ধী পরিবার।

কর্ণাটকের মোট আসন সংখ্যা ২২৪। সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৩। যা ইতিমধ্যেই ইতিক্রম করেছে কংগ্রেস।

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo