কোটি কোটি টাকার দুর্নীতির হিসেব দিয়ে কংগ্রেসকে কোনঠাসা করতে উদ্যোগ, দেখুন বিজেপি নতুন ভিডিও

Published : Apr 02, 2023, 04:28 PM IST
SONIA GANDHI RAHUL GANDHI MANMOHAN SINGH

সংক্ষিপ্ত

কংগ্রেসকে নিশানা করে বিজেপির নতুন ভিডিও 'কংগ্রেস ফাইলস'। এবার কংগ্রসের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। 

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে দুর্নীতি নিয়ে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলি এবার তাঁর বিরুদ্ধে 'দুর্নীতি বাঁচাও' আন্দোলন শুরু করেন। মোদীর এই মন্তব্যের পরেই এবার বিজেপি ভিডিও সিরিজের মাধ্যমে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। এদিনও সোশ্যাল মিডিয়ায় বিজেপি একটি ভিডিও আপলোড করেছে যেখানে দাবি করা হয়েছে, কংগ্রেস শাসনে গত ৭০ বছরে ৪৮, ২০.৬৯, ০০,০০,০০০ টাকা লুঠ করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে এই লুঠের টাকা দেশের উন্নয়ন আর নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা যেত।

মাত্র তিন মিনিটের ভিডিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে রীতিমত কটাক্ষ করা হয়েছে। ভি়ডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে- 'কংগ্রেস ফাইলসের প্রথম পর্ব, দেখান কীভাবে কংগ্রেস শাসনে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারি হয়েছে।'দেখুন সেই ভিডিও

 

 

ভিডিওতে দাবি করা হয়েছেঃ

কংগ্রেস দেশের মানুষের কষ্টার্জিত লুঠের টাকা লুঠ করেছে। ভিডিওতে বিজেপিতে অভিযোগ করেছে, ৭০ বছরে ৪৮, ২০.৬৯, ০০,০০,০০০ টাকা লুঠ হয়েছে। ভিডিওতে ১.৮৬ লক্ষ কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, টুজি স্পেকট্রাম কেলেঙ্কারির কথাও বলা হয়েছে। পাশাপাশই কমনওয়েল্থ গেমস দুর্নীতির কথাও উল্লেখ করা হয়েছে।

বিজেপি ভিডিওতে দাবি করেছে- ৪৮ ট্রিলিয়ন ২০ বিলিয়ন ৬৯ কোটি টাকা দিয়ে ২৪টি আইএসএস বিক্রান্ত কেনা যেত। যা নিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা যেতে। বিজেপি ভিডিওতে দাবি করেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে ৩০০টি রাফাল জেট, ১০০০ টি শনি ও মঙ্গল মিশন গ্রহণ করা যেত। যা দেশকে আরও এগিয়ে নিয়ে যেত।

বিজেপি ভিডিওর প্রথমে কংগ্রেসের জমানা বা ৭০ বছরের দুর্নীতির কথা বললেন ভিডিওকে সোনিয়া-মনমোহনের আমলের ২০০৪-২০০১৪ সালের দুর্নীতির কথাই তুলে ধরেছে। সেই সময় হওয়া দুর্নীতি- কয়লা কেলেঙ্কারি, টুজি স্পেকট্রাম, মনরেগা প্রকল্প, রেলওয়ে বোর্ডের দুর্নীতির কথাই বলা হয়েছে।

তবে বিজেপি এজাতীয় আরও একাধিক ভিডিও প্রকাশ করবে তার ইঙ্গিত প্রথম ভিডিওতে দিয়ে রেখেছে। বলেছে- এটা শুধুই কংগ্রেসের দুর্নীতির ঝাঁপি। সিনেমা এখনও শেষ হয়নি।

কংগ্রেসের আদানি প্রশ্নের পাল্টা জবাব?

রাজনিতক মহলের ধারনা কংগ্রেসের আদানি নিয়ে প্রচার বা প্রশ্নের পাল্টা জবাব হল বিজেপি এই ভিডিও। কারণ কংগ্রেস ও রাহুল গান্ধী আদানি ইস্যুতে ক্রমাগত প্রশ্ন করছে বিজেপিকে। আদানিদের কেন বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলছে। পাশাপাশি গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে- তারপরই বিজেপি কংগ্রেসের দুর্নীতি নিয়ে ভিডিও প্রকাশ করেছে।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি