'কংগ্রেস এলেই রাম মন্দির দিয়ে বুলডোজার চলবে', উত্তর প্রদেশে ভোট প্রচারে বড় আশঙ্কা নরেন্দ্র মোদীর

Published : May 17, 2024, 09:05 PM IST
pm modi

সংক্ষিপ্ত

নরেন্দ্র মোদী বলেন, যদি সমাজবাদী পার্টি - কংগ্রেস ক্ষমতায় আসে তারা রাম লালাকে আবারও তাঁবুতে পাঠাতে পারে। মন্দিরের ওপর দিয়ে বুলডোজার চালান হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বারাবাঙ্কিতে নির্বাচনী প্রচারে গিয়ে বড় আশঙ্কা করেছেন। বলেছেন, বিরোধী জোট ইন্ডিয়া যদি দেশের ক্ষমতায় আসে তাহলেই সর্বানাশ হয়ে যাবে। কংগ্রেস রাম মন্দিরের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে। তিনি আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় আসার পরই রাম মন্দিরের বিষয়ে সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ করার পরিকল্পনাও করেছে। কংগ্রেস শেষ পর্যন্ত অযোধ্যার রাম মন্দির ভেঙে ফেলতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, যদি সমাজবাদী পার্টি - কংগ্রেস ক্ষমতায় আসে তারা রাম লালাকে আবারও তাঁবুতে পাঠাতে পারে। মন্দিরের ওপর দিয়ে বুলডোজার চালান হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি আবারও দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করেন। বলেন, দেশভাগ আগে অসম্ভব বলে মনে করা হত। কিন্তু কংগ্রেস পার্টি সেই দেশকে ভাগ করে তা সম্ভব করে দেখিয়েছে। তিনি বলেন, 'যখন স্বাধীনতা সংগ্রাম চলছিল ও দেশ ভাগের কথা উঠত তখন প্রতিটি মানু। ভাবত দেশ কি ভাগ করা যায়?' তারপরই তিনি বলেন কংগ্রেস সেই দেশকেই ভাগ করে দেখিয়েছে। মোদী আরও বলেন, কংগ্রেস যে কতটা ক্ষতি করতে পারে তার কোনও ট্র্যাক রেকর্ড নেই। মোদীর কথায়, 'তাদের কাথে দেশ কোনও ব্যাপার না। তাদের খেলাটা পরিবার ও ক্ষমতার জন্য।'

Viral Video: মমতার সভার আগে এভাবে জল অপচয়? 'হীরক রানি' কটাক্ষ করে শুভেন্দুর পোস্ট করা ভিডিও ভাইরাল

বিপাকে প্রাক্তন বিচারপতি! মমতাকে কুকথার জবাব চেয়ে কমিশনের নোটিশ অভিজিৎকে

এদিন মোদী বলেন, রাম মন্দির নির্মাণ ৫০০ বছরের অপেক্ষার আবসান ঘটিয়েছে। তিনি বলেন, বারাবাঙ্কির মানুষরা পায়ে হেঁটে অযোধ্যায় রাম লেখা ইঁট নিয়ে গিয়েছিল। তরুণ প্রজন্মের যারা ৫০০ বছরের অপেক্ষাকে মূল্য দিতে হবে বলেও তিনি দাবি করেন। বলেন, তাদের পূর্বপুরুষরা প্রজন্মের পর প্রজন্ম এই রাম মন্দিরের জন্য সংগ্রাম করেছেন আর আত্মত্যাগ করেছে। কিন্তু কংগ্রেস দেশের ক্ষমতায় এলে তা বৃথা হয়ে যাবে। তিনি আরও বলেন, কংগ্রেস রাম লালাকে তাঁবুতে পাঠিয়েছিল। তিনি আরও বলেন, 'তাদের পেটে অনেক বিষ আছে... আমি জানি না রামের সঙ্গে কংগ্রেসের কী শত্রুতা রয়েছে। '

কোটিপতি রাজনাথ সিংএর সম্পত্তি দেখুন, প্রতিরক্ষামন্ত্রীর অস্ত্রের সম্ভারও চমকে দেওয়ার মত

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি