- Home
- India News
- ৫ বছরে কতটা বাড়ল নরেন্দ্র মোদীর সম্পদ? গাড়ি-বাড়ি না থাকলেও কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী
৫ বছরে কতটা বাড়ল নরেন্দ্র মোদীর সম্পদ? গাড়ি-বাড়ি না থাকলেও কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী
বারাণসী লোকসভা কেন্দ্রের জন্য নির্বাচনী হলফনামা দাখিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানিয়েছেন তাঁর মোট সম্পদ ৩.০২ কোটি কারা।
| Published : May 14 2024, 06:51 PM IST
- FB
- TW
- Linkdin
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বারাণসী লোকলভা কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তিন বার বারাণসী লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন তিনি। ত নির্বাচনী হলফনামায় তিনি নিজের মোট সম্পদের কথা জানিয়েছেন।
নরেন্দ্র মোদীর মোট সম্পদ
নির্বাচনী হলফনামায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর মোট সম্পদ ৩.০২ কোটি টাকা। স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি বিনিয়োগও রয়েছে তাঁর।
মোদীর বাড়ি-গাড়ি নেই
নির্বাচনী হলফনামায় মোদী জানিয়েছেন, তাঁর নিজের নামে কোনও বাড়ি নেই। দেশের প্রধানমন্ত্রী হলেও তাঁর নিজস্ব কোনও গাড়ি নেই।
মোদীর আয়
নরেন্দ্র মোদী জানিয়েছেন ২০১৮-১৯ সালে তাঁর আয় ছিল ১১,১৪,২৩০ টাকা। ২০২২-২৩ সালে তাঁর আয় বেড়ে হয়েছে ২৩,৫৬,৬৮০ টাকা।
মোদীর হাতে ক্যাস
নির্বাচনী হলফনামা অনুযায়ী মোদী জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা।
মোদীর ব্যাঙ্কে টাকা
নির্বাচনী হলফনামা অনুযায়ী মোদীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। গান্ধীনগর শাখার এসবিআইতে রয়েছে ৭৩.৩০৪ টাকা। এসবিআই-র বারাণসী শাখায় রয়েছে ৭ হাজার টাকা।
নরেন্দ্র মোদীর বিনিয়োগ
নির্বাচনী হলফনামা অনুযায়ী এসবিআইতে ২.৮৫.৬০,৩৩৮ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এনএসসি রয়েছে ৯ .১২ লক্ষ টাকার।
মোদীর সোনাদানা
নরেন্দ্র মোদীর কাছে চারটি সোনার আংটি রয়েছে। যার মূল্য ২.৬৭.৭৫০ টাকা।
মোদীর সম্পত্তি বৃদ্ধি
নির্বাচনী হলফনামা অনুযায়ী মোদীর সম্পদ ২০১৪ ও ২০১৯ সালের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। ২০১৯ সালে তিনি ২.৫১ কোটি টাকার সম্পদের কথা ঘোষণা করেছিলেন। ২০১৪ সালে তাঁর মোট সম্পদ ছিল ১.৬৬ কোটি টাকা।
মোদীর মনোনয়ন
মঙ্গলবার বারাণসী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষ্যে এদিন বারাণসীতে বসেছিল চাঁদের হাট। Narendra Modi: 'মা গঙ্গা দত্তক নিয়েছেন', মনোনয়ন দাখিল করে বারাণসীতে শক্তি প্রদর্শন নরেন্দ্র মোদীর