গান্ধী না সাভারকর, কার মূল্যবোধে গড়ে উঠেছে দেশ, প্রশ্ন তুলে দিলেন মোদী

  • মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনী ইস্তেহারে সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি
  • বুধবার রাজ্যে দ্বিতীয়বার ভোট প্রচারে এসে সেই পালেই হাওয়া দিলেন নরেন্দ্র মোদী
  • কংগ্রেসকে 'নির্লজ্জ' বলে কড়া আক্রমণ করলেন
  • ফের তুললেন ৩৭০ ধারা বাতিলের বিষয়ও

একদিন আগেই ইস্তেহারে সাভারকরকে ভারত রত্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপর থেকেই আদৌ বিনায়ক দামোদর সাভারকর এই সম্মান পাওয়ার যোগ্য কি না, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা ঠিক কতটা ছিল, তিনি ব্রিটিশদের সহায়তা করেছিলেন কি না - এই সব বিষয় নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে। বুধবার এই সব বিরোধিতার মুখে কুলুপ লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীকেই জাতির জনক বলা হয়। কিন্তু মোদী এদিন দাবি করলেন সাভারকরের সংস্কারেই গড়া হয়েছে ভারতবর্ষ।


মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে অন্যতম প্রতিশ্রুতি সাভারকরকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা। বুধবার রাজ্যে দ্বিতীয়বার ভোট প্রচারে এসে সেই সাভারকর রাজনীতির পালেই হাওয়া আরও জোরালো করলেন নরেন্দ্র মোদী। আম্বেদকরের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে 'নির্লজ্জ' বলে কড়া আক্রমণ করলেন। একি সঙ্গে ফের তুললেন ৩৭০ ধারা বাতিলের বিষয়ও।
 
একদিন আগেই ইস্তেহারে সাভারকরকে ভারত রত্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপর থেকেই আদৌ বিনায়ক দামোদর সাভারকর এই সম্মান পাওয়ার যোগ্য কি না, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা ঠিক কতটা ছিল, তিনি ব্রিটিশদের সহায়তা করেছিলেন কি না - এই সব বিষয় নিয়ে কাঁটাছেড়া শুরু হয়েছে। বুধবার এই সব বিরোধিতার মুখে কুলুপ লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীকেই জাতির জনক বলা হয়। কিন্তু মোদী এদিন দাবি করলেন সাভারকরের সংস্কারেই গড়া হয়েছে ভারতবর্ষ।

Latest Videos

মহারাষ্ট্রের আকোলার সভায় তিনি বলেন, কংগ্রেস আম্বেদকরকে ভারত রত্ন দেয়নি। তারাই সাভারকরকে অপমান করেছে। এদিনের সভা থেকে তিনি আরও বলেন সাভারকরের জাতীয়তাবাদের সংস্কার অনুযায়ীই ভারতবর্ষ গড়া হয়েছে।

এর আগে একই দিনে নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে ভোট প্রচারে এসে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। বলেছিলেন, বিরোধীদের এই ধারার বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। তারপর বিরোধী কংগ্রেস ও এনসিপি মহারাষ্ট্রের ভোটে কাশ্মীর কীভাবে প্রাসঙ্গিক এই প্রশ্ন তুলেছিলেন। এদিন তার উত্তর দিলেন মোদী। তিনি বলেন মহারাষ্ট্র ভোটেও ৩৭০ ধারা বাতিলের বিষয়টি প্রাসঙ্গিক। কারণ, মহারাষ্ট্রের মতো জম্মু ও কাশ্মীরও ভারতেরই অংশ।

কংগ্রেস-এনসিপি জোটকে 'ভ্রষ্টবাদী জুটি' বলেও কটাক্ষ করেন। নরেন্দজ্র মোদীর দাবি এই 'ভ্রষ্টবাদী জুটি'-ই এক দশকের বেশি সময় ধরে তারাই মহারাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী