অর্থনীতির হাল বেহাল, সীতারমন কাঠগড়ায় তুললেন মনমোহন ও রাজনকে


আক্রমণাত্বক অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
মার্কিন মুলুকে বক্তব্য রাখলেন নির্মলা
কাঠগড়ায় তুলেলন মনমোহন ও রঘুরাম রাজনকে
রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক প্রসঙ্গে অভিযোগ 
 

debojyoti AN | Published : Oct 16, 2019 1:17 PM IST

মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী থাতাকালীন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির পরিস্থিতি সবচেয়ে শোচনীয় ছিল। দাবি করছেন দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্ণর রঘুরাম রাজনের দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন নির্মলা।

রঘুরাম রাজনের জমানায় শুধুমাত্র রাজনৈতিক নেতাদের নির্দেশেই চলত ব্যাঙ্কগুলি। সেই পরিস্থিত এখন আর নেই। এখন অনেক স্বাধীনভাবে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি কাজ করতে পারে বলে দাবি করেছেন নির্মলা সীতারমন। 

মোদী সরকারের জমানায় দেশের অর্থনীতিক হাল তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে এই চিত্র। আর সেই সমীক্ষাকে ভুল প্রমান করতে ময়দানে নেমেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আর সেই যুদ্ধে নেমে বুধবার আবারও কংগ্রেস জমানার অর্থনীতি নিয়ে আক্রমণ শানিয়েছেন নির্মলা। এজন্য একযোগে দুই অর্থনীতিবিদকেই দুষেছেন কেন্দ্রয়ী অর্থমন্ত্রী। 

নিউইয়র্কে কলম্বিয়া স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাব্লিক অ্যাফেয়ারে বক্তব্য রাখতে গিয়ে সীতারমন বলেন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে পুনরুজ্জীবিত করাই তাঁর প্রাথমিক লক্ষ্য। 
 

Share this article
click me!