আপের বিরুদ্ধে কঠোর অবস্থান কংগ্রেসের! দিল্লী নির্বাচনে কি তাহলে জোট হচ্ছে না?

Published : Jan 19, 2025, 02:29 PM IST
আপের বিরুদ্ধে কঠোর অবস্থান কংগ্রেসের! দিল্লী নির্বাচনে কি তাহলে জোট হচ্ছে না?

সংক্ষিপ্ত

কংগ্রেস উল্টে বিজেপিকে সাহায্য করছে বলে অভিযোগ তুলেছে আপ। 

আসন্ন নির্বাচনের পরেও আপের সাথে কোনওরকম জোট হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেতা অজয় মাখন। মোট ১০ টি আসনকে কেন্দ্র করে রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে প্রচার জোরদার করার পরিকল্পনায় রয়েছে কংগ্রেস। তাছাড়া কংগ্রেস, বিজেপিকে সাহায্য করছে বলে বারবার অভিযোগ করেছে আপ।

যেখানে নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি, সেখানে আপ বনাম কংগ্রেসের মধ্যে লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। দিল্লী নির্বাচনে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলি একযোগে আবার আপকে সমর্থন জানিয়েছে। যা কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। সমাজবাদী পার্টি এবং আরজেডি সহ বেশ কয়েকটি দল আপকে প্রবলভাবেই সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেী গতকাল বিহারে গিয়ে রাহুল গান্ধী একাধিক নেতার সঙ্গে দেখা করেছেন। যে তালিকায় রয়েছেন সিনিয়র লিডার লালু প্রসাদ যাদবও।

এরপরেও আপের প্রতি কোনও নরম অবস্থান দেখায়নি কংগ্রেস। যদিও দিল্লীতে জয়ের সম্ভাবনা থাকা ১০ টি আসনকে কেন্দ্র করে প্রচার জোরদার করছে কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসের পর রাহুল গান্ধী এই আসনগুলিতে পদযাত্রা করবেন বলেই জানা গেছে। প্রিয়াঙ্কা গান্ধীও এই যাত্রায় অংশ নেবেন বলে সূত্রের খবর। 

অন্যদিকে, কংগ্রেস বিজেপিকে সাহায্য করছে বলে অভিযোগ তুলেছে আপ (AAP)। তবে দিল্লীতে অবশ্য প্রথম জোট না করার জন্যই ঘোষণা করেছিল আপ।তবে তার পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও।

এদিকে নয়াদিল্লী আসনে প্রচারের সময় অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি কর্মীরা আক্রমণ করেছে বলে অভিযোগ তুলেছে আপ। তবে কেজরিওয়ালের গাড়ি দুই যুবককে ধাক্কা মেরেছে বলে আবার পাল্টা অভিযোগ করেছে বিজেপি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি