
Congress President Mallikarjun Kharge: শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মদিবসে তাঁর কথা উল্লেখ করে বিজেপি (BJP) ও আরএসএস-কে (RSS) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি সারা দেশেই আরএসএস-কে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। দিল্লিতে (Delhi) সাংবাদিক বৈঠকে কংগ্রেস সভাপতির দাবি, ‘দেশে সব সমস্যার জন্য দায়ী আরএসএস ও বিজেপি। সর্দার প্যাটেল সারা দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইন্দিরা গান্ধী (Indira Gandhi) সেই ঐক্য বজায় রাখার জন্য প্রাণ দেন। যারা দেশকে ভাগ করতে চাইছে তারা রাজনৈতিক লাভের জন্য সর্দারের স্মৃতি ব্যবহার করছে। সর্দার স্পষ্ট করে দিয়েছিলেন, আরএসএস-কে নিষিদ্ধ করা ছাড়া অন্য কোনও উপায় নেই।’ কংগ্রেস সভাপতির এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
খাড়গের দাবি, 'সর্দার প্যাটেল বলেছিলেন, আরএসএস যে পরিবেশ তৈরি করেছিল, তার ফলেই ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। সংঘ পরিবারের এ কথা বলার কোনও অধিকার নেই যে সর্দারকে ভুলে গিয়েছে কংগ্রেস।' সর্দার প্যাটেলের জন্মদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) যে মন্তব্য করেন, তার জবাব দিলেন কংগ্রেস সভাপতি।
খাড়গে আরও বলেছেন, ‘এনসিইআরটি-র পাঠ্যবই ইতিহাস ও সত্য ধামাচাপা দিচ্ছে। বল্লভভাই প্যাটেলের সময় সরকারি কর্মী ও আধিকারিকদের আরএসএস-এর সক্রিয় সদস্য হওয়া নিষিদ্ধ করা হয়েছিল। মোদী সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। নেহরু ও সর্দার প্যাটেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সর্দার প্যাটেলের জন্মদিবসে মোদী রাজার মতো ব্রিটিশ টুপি পরে বসেছিলেন। তিনি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাড়াই একা বসেছিলেন।’
১৯৪৭ সালে প্রথমবার আরএসএস-কে নিষিদ্ধ করা হয়। ১৯৪৮ সালে নাথুরাম গডসে (Nathuram Godse) মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) খুন করার পর ফের নিষিদ্ধ হয় আরএসএস। জরুরি অবস্থার সময় ফের নিষিদ্ধ হয় আরএসএস। ১৯৯২ সালে বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংসের পরেও আরএসএস-কে নিষিদ্ধ করা হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।