Manipur: মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হামলা, জখম নিরাপত্তারক্ষী

মণিপুরে অস্থিরতা অব্যাহত। স্বয়ং মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে জঙ্গি হামলা। সোমবার কাঙ্গপোকপি জেলায় হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় জখম হয়েছেন মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা এক নিরাপত্তারক্ষী। মণিপুরের মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, রাজধানী ইম্ফল থেকে জিরিবাম জেলার দিকে যাচ্ছিলেন বীরেন সিং। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৭ নম্বর জাতীয় সড়কে হামলা চালায় জঙ্গিরা। ৬ জুন থেকে উত্তপ্ত জিরিবাম। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এক ব্যক্তিকে খুন করার পর থেকেই অশান্ত হয়ে উঠেছে জিরিবাম। কুকি জঙ্গিদের বিরুদ্ধে একটি পুলিশ ফাঁড়ি, অন্তত ৭০টি বাড়ি, সরকারি দফতরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকশো বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। এই অশান্ত জায়গায় যাওয়ার জন্য রওনা হন মণিপুরের মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর কনভয়ে জঙ্গি হামলায় আতঙ্ক ছড়াল।

জিরিবামে ঘরছাড়া কয়েকশো মানুষ

Latest Videos

জিরিবামে মেইতেই সম্প্রদায়ের যে ব্যক্তি খুন হয়েছেন, তাঁর নাম সইবাম শরৎকুমার সিং। তাঁর বয়স ৫৯ বছর। তিনি চাষের কাজ সেরে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যান। পরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর দেহে ক্ষতচিহ্ন ছিল। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে জানা গিয়েছে। এরপর থেকেই জিরিবামে অশান্তি শুরু হয়েছে। গত শুক্রবার মেইতেই সম্প্রদায়ের ২৩৯ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে প্রশাসন। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। তাঁদের মাল্টিস্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়েছে। এরই মধ্যে মেইতেই সম্প্রদায়ের ব্যক্তিরা জিরিবাম থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁরা কয়েকটি পরিত্যক্ত বাড়িঘরে আগুনও ধরিয়ে দেন। লোকসভা নির্বাচনের আগে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করে পুলিশ। এখন সেই অস্ত্র ফেরত চাইছেন মেইতেই সম্প্রদায়ের ব্যক্তিরা।

জঙ্গি হামলার তদন্ত শুরু

মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হামলার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের উত্তপ্ত মণিপুর, তিন কুকিকে অপরহরণ মেইতেইদের-উদ্ধার এক মহিলার দেহ

স্বাধীনতা দিবসে কুকিদের প্রতিবাদ, ২ দশকের নিষেধাজ্ঞা ভেঙে সিনেমা দেখিয়ে মণিপুর সরকারকে চ্যালেঞ্জ

'বিদ্বেষের রাজনীতির ফল মণিপুর হিংসা', বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today