কীভাবে একই লাইনে ডাউন যশবন্তপুর এক্সপ্রেস ও করমণ্ডল এক্সপ্রেস, দুর্ঘটনার পিছনে দোষ কার

ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের এক যাত্রী জানিয়েছেন যে বাহানগা স্টেশন ছেড়ে বের হয়ে হাওড়ার পথে যাত্রা শুরু করতেই একটি ক্রসিং-এ তাদের ট্রেনের ২টি কামরা লাইনচ্যূত হয়ে আপ লাইনে চলে যায়,

বেঙ্গালুরু এক্সপ্রেসের ধাক্কায় মালগাড়িতে ছিটকে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেস বালাসোর জেলার বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় ৫০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং ৩৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য বেশ কয়েকটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। সিগনালে ত্রুটি না কি চালকের ভুল— কিসের জেরে এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চলছে।

ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের এক যাত্রী জানিয়েছেন যে বাহানগা স্টেশন ছেড়ে বের হয়ে হাওড়ার পথে যাত্রা শুরু করতেই একটি ক্রসিং-এ তাদের ট্রেনের ২টি কামরা লাইনচ্যূত হয়ে আপ লাইনে চলে যায়, সেই সময় আপ লাইনে ছিল করমণ্ডল এক্সপ্রেস। ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের লাইনচ্যূত দুই কামরার আঘাতে বেসামাল হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস। তাদের ১৫টি কামরা ছিটকে যায় লাইন থেকে। পাশে দাঁড়ানো ছিল মালগাড়ি। তার উপরে গিয়ে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলি।

Latest Videos

ভারতীয় রেলের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন, বালাসোরের কাছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২ টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি কোচ অন্য লাইনে ছিটকে পড়ে। তার জেরে ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি-চারটি কোচ লাইনচ্যুত হয়ে যায়।

ভারতীয় রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট নাগাদ বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং ১২৮৬৪ এসএমভিবি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলে আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ), মেডিক্যাল টিম। আপাতত দু'জনের মৃত্যু হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

যশবন্তপুর এক্সপ্রেসের মোট ৪টি কামরা লাইনচ্যূত হয়ে যায় ধাক্কার অভিঘাতে। তবে এই ট্রেনে কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছেন তার কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি। করমণ্ডল এক্সপ্রেসের ৭টি কামরা এক্কেবারে চিড়েচ্যাপ্টা হয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে এই সব কামরাতেই মৃতের সংখ্যা বেশি।

প্রায় ৩টি NDRF ইউনিট, পরিস্থিতি সামাল দিতে ৪টি ওডিরাএফ ইউনিট এবং ৬০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে বলে সিপিআরও দক্ষিণ রেলওয়ে জানিয়েছে। বালাসোর কালেক্টরকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজ্য স্তর থেকে কোনও অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হলে এসআরসিকে অবহিত করা হয়েছে, বিশেষ ত্রাণ কমিশনার অফিস জানিয়েছে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee