দেশে ফের ঘটল মিরাকল, করোনা আক্রান্ত মা জন্ম দিলেন সুস্থ সন্তানের

  • করোনা সংক্রমণের শিকার মা
  • সুস্থ হয়েই জন্মাল নবজাতক
  • সিজারিয়ান সেকশনে জন্ম হল শিশুটির
  •  আগেও দেশে করোনা আক্রান্ত মা সুস্থ শিশুর জন্ম দিয়েছেন

প্রতিদিনই দেশে বাড়ছে করোনা সংক্রমণের ঘটনা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এর মাঝেই  চলিত মাসের শুরুতেই একটি খবর সকলের মন ভাল করে দিয়েছিল। দিল্লির এইমসে এক সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন করোনা আক্রান্ত মা। করোনা আক্রান্ত বাবা-মায়ের সন্তান হয়েও সুস্থ ছিল নবজাতক। এই ঘটনা যেমন চিকিৎসকদের স্বস্তি দিয়েছিল তেমনি চিন্তামুক্ত হয়েছিলেন পরিজনরা। 

Latest Videos

বাবা দেশের করোনা যোদ্ধা, বিনা চিকিৎসায় মৃত্যু হল চিকিৎসকের ১৫ মাসের অসুস্থ কন্যার
 আয়ু শেষ হচ্ছে করোনাভাইরাসের, মহামারীর অবসান নিয়ে আশার আলো দেখালেন একদল গবেষক

দেশে ৩১ জুলাই পর্যন্ত চলুক ওয়ার্ক ফ্রম হোম, গ্রিন সিগন্যাল দিল কেন্দ্র


শিশুটির মা-বাবা দুজনেই ছিলেন চিকিৎসক। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে করতে তাঁদের দেহেও কখন যেন অজান্তেই বাসা বেঁধেছিল এই ভয়ঙ্কর ভাইরাস।  অনেকেই আশঙ্কা করছিলেন যে হয়তো করোনার জীবাণু শরীরে নিয়েই জন্ম হবে শিশুটির। কিন্তু সকলের সব ভয়কে মিথ্যে প্রমাণ করে একেবারে সুস্থ অবস্থায় জন্মায় ওই শিশু। আবার এমনি এক মিরাকল ঘটল দেশে, এবার তাজমহলের শহর আগ্রায়। সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত মায়ের থেকে জন্ম হল সুস্থ নবজাতকের। 

 

 

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার হয়েছে ১৭১৮ জন। যার ফলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেডে দাঁড়িয়েছে ৩৩,০৫০। আর গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৭ জনের। যার জন্য দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৪।

 

 

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩,৬৫১। এর মধ্যেও অবশ্য রয়েছে ভাল খবর। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,৩২৫ জন।
 

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News