৫৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেল ভারতের করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নিয়ে বাড়ছে উদ্বেগ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬-র কারণে ভারতে আবার ঊর্ধ্বমুখী হয়েছে করোনা সংক্রমণ। 

Web Desk - ANB | Published : Apr 15, 2023 7:00 AM IST

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ভারতের কোভিড সংক্রমণ। ২০২৩-এর প্রায় শুরু থেকে দেশে আরও একবার ঊর্ধ্বমুখী হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন রোগী। মাত্র একদিনে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ২৭ জনের। এই নিয়ে বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্য়া বেড়ে হল ৫৩ হাজার ৭২০।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার নতুন রূপ এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টের কারণে ভারতে আবার ঊর্ধ্বমুখী হয়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন, যা আগের রিপোর্টে আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম। শুক্রবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ১০৯, যা বিগত সাত মাসে সর্বোচ্চ সংক্রমণ ছিল।

করোনা আক্রান্তের পাশাপাশি দেশে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মোট ২৭ জনের মৃত্য়ু হয়েছে। শুক্রবার দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ২৯। আক্রান্তের সংখ্যা বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও। স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ৬.৭৮ শতাংশে পৌঁছেছে, সাপ্তাহিক সংক্রমণের হার বেড়ে দাড়িয়েছে ৪.৪৯ শতাংশে।

আরও পড়ুন-

‘কখনও কখনও কিছু না করেও দ্যাখো’, প্রত্যেকদিন প্রায় ১২ হাজার টাকা রোজগার করেন কিছু-না-করা ব্যক্তি
নববর্ষের সূচনায় বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে রাজভবন

৪৩ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাঁকুড়ার তাপমাত্রা, পয়লা বৈশাখেও তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গ

Share this article
click me!