কোভিড রুখতে মাস্ক ফেরাচ্ছে এই রাজ্যের সরকার, জারি নতুন নির্দেশিকা

করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেবিষয় আলোচনা করা হয়। এই বৈঠকের পরই শনিবার নতুন বিবৃতি জারি করা হয়। প্রত্যেককে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে সে রাজ্যের সরকার।

করোনা ভাইরাসের বারবারন্তে উদ্বগ বাড়ছে দেশ জুড়ে। নতুন করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল উত্তর ভারতের এই রাজ্য। নতুন করে মাস্ক পরার ঘোষণা করল হরিয়ানা সরকার। শনিবারই এই মর্মে একটি বিবৃতি জারি করেছে হরিয়ানা সরকার। হরিয়ানায় নতুন করে মাস্ক পরার পরামর্শ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের করোনা করোনা পরিস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগে হরিয়ানা সরকার। গত ৩ এপ্রিল মুখ্যমন্ত্রীর সঙ্গে এই প্রসঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের অধিকর্তারা। করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেবিষয় আলোচনা করা হয়। এই বৈঠকের পরই শনিবার নতুন বিবৃতি জারি করা হয়। প্রত্যেককে মাস্ক পরার পরামর্শ দিচ্ছে সে রাজ্যের সরকার।

স্বাস্থ্য দরতরের বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে হরিয়ানায় নতুন করে কোভিড সংক্রমণ ও আক্রান্ত রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। হরিয়ানা সরকারের নির্দেশে রাজ্যের সরকারি অফিস, শপিং মল-সহ যে সমস্ত জায়গায় ১০০-এর বেশি মানুষের জমায়েত হয় সেই সমস্ত জায়গায় সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। জেলা প্রশাসন এবং পঞ্চায়েত স্তরেও এই নির্দেশিকা পাঠানো হয়।

Latest Videos

প্রসঙ্গত, কোভিড ভ্যাকসিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কোভিড ভ্যাকসিন থেকেই কি বাড়ছে হার্টের সমস্যার ঝুঁকি? বিশেষজ্ঞদের মতে গুরুতর কোভিড বা লং কোভিডের সঙ্গে হার্টের সমস্যার বেশ কিছুটা সংযোগ রয়েছে। তবে কোভিড ভ্যাকসিন হৃদরোগের ঝুঁকি বাড়ায় একথা ঠিক নয়। বিশেষজ্ঞদের ব্যাখ্যা,'দু'দশক আগীও যখন আমরা ৩০ বছরের একটি হৃদরোগে আক্রান্ত রোগী পেতাম গোটা হাসপাতাল আমাদের কাছে এসে প্রশ্ন করত। ৩০ বছর বয়সী এক তরুণের হার্টের সমস্যা হওয়া আমাদের কাছে দুঃস্বপ্ন ছিল। তবে এখন এই দৃশ্য খুবই স্বাভাবিক। প্রায়ই যুবকদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখি।' এই প্রসঙ্গে, ম্যাক্স হেলথকেয়ারের কার্ডিওলজির চেয়ারম্যান ও প্রধান ডাঃ বলবীর সিং বলেছেন,'এই বছরগুলি মূল্যবান এবং একজন ব্যক্তির জীবনে সবচেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। হৃদরোগে আক্রান্ত তরুণ ভারতীয়রা উদ্বেগের একটি বড় কারণ।'

কোভিড ভ্যাকসিন কি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি?

ডক্টর বলবীর বলেন,'হার্ট অ্যাটাক বৃদ্ধিতে ভ্যাকসিনের ভূমিকা আছে এমন কোনো তথ্য নেই। তবে, কোভিড ইনফেকশন, কোভিড ভ্যাকসিন নয়, হার্ট অ্যাটাক বাড়াতে পারে। স্টেরয়েডের ব্যবহার চিকিৎসার সময় সংক্রমণের পরে এক বছর পর্যন্ত হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। ফোর্টিস হাসপাতাল মুলুন্ড ও কল্যাণের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর কীর্তি সাবনিস বলেছেন,'গুরুতর কোভিড সাইটোকাইন স্টর্ম (ইমিউন সিস্টেমের অতিরিক্ত প্রতিক্রিয়া) নামক একটি অবস্থার কারণ হতে পারে, যার ফলে টাকাইকার্ডিয়া (দ্রুত হৃদস্পন্দন), অ্যারিথমিয়া (অনিয়মিত হৃদস্পন্দন) হতে পারে। এটি একটি জীবনব্যাপী অবস্থা নয় এবং বেশিরভাগ মানুষ এটি থেকে পুনরুদ্ধার করতে পারে। 

Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |