প্রকাশ না বৃন্দ কারাত- কে হবেন CPM-এর সম্পাদক? মাদুরাই পার্টি কংগ্রেস ঘিরে জল্পনা তুঙ্গে

Published : Mar 22, 2025, 08:30 PM IST
cpm

সংক্ষিপ্ত

CPM party congress: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- রক্তক্ষরণ বন্ধ করতে এবার নয়া উদ্যোগ সিপিআই(এম)-এর। মাদুয়ারইয়ে পার্টি কংগ্রেসের একাধিক ব্যতিক্রমী পদক্ষেপ করেছে লাল শিবির। 

CPM party congress: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- রক্তক্ষরণ বন্ধ করতে এবার নয়া উদ্যোগ সিপিআই(এম)-এর। মাদুয়ারইয়ে পার্টি কংগ্রেসের একাধিক ব্যতিক্রমী পদক্ষেপ করেছে লাল শিবির। যারমধ্যে অন্যতম হল এবার পার্টি কংগ্রেসের শুধুমাত্র গুরুগম্ভীর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। পার্টি কংগ্রেসের হাজির থাকবেন দক্ষিনী সুপারস্টাররা। তাদের তাদের কর্মক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন সিপিএম নেতা ও কর্মীদের সঙ্গে। পাশাপাশি এবার সম্পাদক নির্বাচনের ক্ষেত্রেও সিপিএম বয়সের প্রথা ভাঙতে পারে বলেও গুঞ্জন।

আগমী ২-৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হচ্ছে সিপিএমএর ২৪তম পার্টি কংগ্রেস। গোটা দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আর থাকবেন দক্ষিণী চলচ্চিত্র জগতের সুপারস্টররা। থাকছেন বিজয় সেতুপতি, প্রকাশ রাজ, মেরি সেলভারজ, রোহিনী। এরমধ্যে প্রকাশ রাজ একমাত্র বিজেপি বিরোধী বলেই পরিচিত। বাকিরা বামপন্থী মনোভাবাপন্ন। আর সেই কারণেই তাঁদের পার্টি কংগ্রেসে আমন্ত্রণ জানান হয়েছে। সিপিএম সূত্রের খবর, বিজেপি বিরোধী শক্তিকে আরও শক্তিশালী ও জোটবদ্ধ করার উদ্দেশ্যেই এই পথ নেওয়া হচ্ছে।

পার্টি কংগ্রেস ঘিরে জল্পনা তুঙ্গে আগামী সম্পাদক নিয়েও। কারণ সীতরাম ইয়েচুরির অকাল মৃত্যুতে পদ খলি হয়ে যায়। পলিটব্যুরোর সমন্বয়ক হিসেবে গত সাত মাস ধরে কাজ করছেন প্রাক্তন সম্পাদক প্রকাশ কারাত। সিপিএম-এর অন্দরে জল্পনা, আবারও কি ফিরিয়ে আন হবে প্রকাশ কারাতকে, নাকি দায়িত্ব পাবেন তাঁর স্ত্রী বৃন্দা কারাত? তবে বক্তৃতা তালিকায় নাম রয়েছে বিদায়ী পলিটব্যুরোর চার সদস্যের। প্রকাশ-বৃন্দা ছাড়াও রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তামিলনড়ুর জি রামকৃষ্ণন। এছাড়াও রয়েছেন মহিলানেত্রী ইউ বসুকি। সভার সভাপতিত্ব করবেন তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক পি শানমুগাম। এই তালিকা নিয়েই কৌতূহল এবং জল্পনা।

২০২৪ সালে গোটা দেশে লোকসভা নির্বাচনে মাত্র চারটি আসনে জয়ী হয়েছিল সিপিএম। যারমধ্যে একটি হল মাদুরাই। এবার সেই মাদুরাইতেই বসছে সিপিএম-এর পার্টি কংগ্রেস। যা নিয়ে দলের নেতা আর কর্মীদের মধ্যে রয়েছে যথেষ্ট উন্মাদনা। যদিও গোটা দেশে একমাত্র কেরলেই রয়েছে লাল ঝাণ্ডার সরকার। পরপর দুই বছর ক্ষমতায় রয়েছে পিনারাই বিজয়নের সরকার। আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গে কেরলেও বিধানসভা নির্বাচন। সেখনে আবার কংগ্রেসই মূল প্রতিপক্ষ সিপিএম-এর। যদিও শক্তি সঞ্চয় করছে বিজেপিও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন