দূরের গন্তব্যে এবার থেকে সহজেই মিলবে লোয়ার বার্থের সিট, কীভাবে বুক করবেন জানুন এক ক্লিকে

ঘুরতে যেতে কে না পছন্দ করে! আর এই ঘোরার মাধ্যম যদি হয় ট্রেন, তাহলে তো কোনও কথায় নেই (Train Travel News)। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ব্রিটিশ আমলে পেতে দেওয়া রেল লাইনে আজও বিরামহীন ভাবে ছুটে চলেছে ট্রেন। প্রতিদিন যে এভাবে কত ট্রেন লক্ষ লক্ষ যাত্

নয়াদিল্লি: ঘুরতে যেতে কে না পছন্দ করে! আর এই ঘোরার মাধ্যম যদি হয় ট্রেন, তাহলে তো কোনও কথায় নেই (Train Travel News)। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ব্রিটিশ আমলে পেতে দেওয়া রেল লাইনে আজও বিরামহীন ভাবে ছুটে চলেছে ট্রেন। প্রতিদিন যে এভাবে কত ট্রেন লক্ষ লক্ষ যাত্রী বয়ে বেরাচ্ছে তার কোনও হিসেব নেই।

ট্রেনে করে কাজে যাওয়া হোক কিংবা ঘুরতে যাওয়া নিঃসন্দেহে আরামদায়ক। কিন্তু অনেক সময় পছন্দের সিট না পাওয়ায় অনেকেই এক্সপ্রেস ট্রেনে করতে ঘুরতে যেতে নাক সিটকান। কিন্তু এবার আর সিট খুঁজতে গিয়ে কপালে ভাঁজ ফেলতে হবে না। কারণ, দূরপাল্লার ট্রেনগুলিতে লোয়ার (Lower Berth), মিডল বার্থ (Middle Berth) এবং আপার বার্থের বসার জায়গা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক।

Latest Videos

জানা গিয়েছে, এবার থেকে দূরপাল্লার ট্রেনে বয়স্ক নাগরিক, মহিলা যাত্রী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এই বিষয়ে লোয়ার সিট সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী Ashwini Vaishnav। রেল সূত্রে খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, প্রতিবন্ধী যাত্রীরা দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময় বেশিরভাগ সময় লোয়ার বার্থের আসনকেই বেশি অগ্রাধিকার দেন। কিন্তু অতিরিক্ত যাত্রী চাপের কারণে বেশিরভাগ সময় লোয়ার বার্থে জায়গা মেলে না। ফলে দীর্ঘক্ষণ ট্রেন সফরে মুশকিলে পড়তে হয় বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের।

এবার এই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী। জানা গিয়েছে, এবার থেকে বিশেষ কিছু যাত্রীকে লোয়ার সিটে বসার জায়গা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, বয়স্ক নাগরিক, মহিলা যাত্রী ও প্রতিবন্ধী যাত্রীদের কথায় মাথায় রেখে এবার থেকে এক্সপ্রেস ট্রেন সফরে তাঁরা লোয়ার বার্থের সুবিধা পাবেন। সবার ক্ষেত্রে এই সুবিধা দেওয়া যে একেবারেই সম্ভব নয়, সে কথাও স্পষ্ট করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী (Central Rail Minister) অশ্বিনী বৈষ্ণব।

তিনি বলেন, ''যে কোনও দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থের সংখ্যা সীমিত থাকায় সবাইকে এই আসনে বসার সুবিধা দেওয়া রেল কর্তৃপক্ষের পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই তো বিশেষ কিছু সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে এবার থেকে বয়স্ক নাগরিক, মহিলা যাত্রী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য লোয়ার সিটে আসন সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করবে। এছাড়াও ভ্রমণের সময় যদি লোয়ার বার্থ ফাঁকা থাকে তাহলে মিডল বা আপারের সিটে বসা মহিলা যাত্রী নীচের আসনে বসতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢোকার ব্যবস্থা করছে কারা?' লোকসভায় ফাঁস করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
Dilip Ghosh: 'এবার হিন্দুদের উপর অত্যাচার করলে নবান্ন ঘেরাও করব', বড় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
‘কী সাহস! ভিডিওতে বলছে অনুমতি দিলে সব Hindu-দের দেখে নেব!’ মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai