Crime News: গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' পিটিয়ে খুন করা হল যুবককে, ভয়াবহ ঘটনা মহারাষ্ট্রে

Published : Jun 26, 2023, 05:17 PM IST
shocking crime stories Bhilwara eight year old girl murder after molestation

সংক্ষিপ্ত

গাড়িতে করে গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' বেধরক মারধর করা হয় দু'জন যুবককে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার ঘটনার কথা প্রকাশ্যে আনে মহারাষ্ট্র পুলিশ। 

গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' পিটিয়ে মারা হল এক যুবককে। এমনই ভয়বহ ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাসিকে। অভিযোগ গাড়িতে করে গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' বেধরক মারধর করা হয় দু'জন যুবককে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার ঘটনার কথা প্রকাশ্যে আনে মহারাষ্ট্র পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত ২৪ জুন ঘটনাটি ঘটে। মুম্বইয়ের বাসিন্দা নাসির শেখ এবং আফান আব্দুল মজিদ নামে দুই যুবক নাসিক থেকে মুম্বই যাচ্ছিলেন। মাঝপথে কয়েকজন যুবক এসে তাঁদের গাড়ি থামিয়ে দেন। তাদের অভিযোগ ছিল নাসির শেখ এবং আফান আব্দুল মজিদদের গাড়িতে গোমাংস রাখা আছে। এরপরই প্রায় ১৫জন যুবক মিলে নাসিরদের উপর চড়াও হয়। লোহার রড ও লাঠি দিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর জখম অনুযায়ী এই দুই যুবককে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয় মজিদের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন নাসির। ইতিমধ্যেই রুজু করা হয়েছে খুনের মামলা।

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট