গাড়িতে করে গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' বেধরক মারধর করা হয় দু'জন যুবককে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার ঘটনার কথা প্রকাশ্যে আনে মহারাষ্ট্র পুলিশ।
গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' পিটিয়ে মারা হল এক যুবককে। এমনই ভয়বহ ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাসিকে। অভিযোগ গাড়িতে করে গোমাংস নিয়ে যাওয়ার 'অপরাধে' বেধরক মারধর করা হয় দু'জন যুবককে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার ঘটনার কথা প্রকাশ্যে আনে মহারাষ্ট্র পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত ২৪ জুন ঘটনাটি ঘটে। মুম্বইয়ের বাসিন্দা নাসির শেখ এবং আফান আব্দুল মজিদ নামে দুই যুবক নাসিক থেকে মুম্বই যাচ্ছিলেন। মাঝপথে কয়েকজন যুবক এসে তাঁদের গাড়ি থামিয়ে দেন। তাদের অভিযোগ ছিল নাসির শেখ এবং আফান আব্দুল মজিদদের গাড়িতে গোমাংস রাখা আছে। এরপরই প্রায় ১৫জন যুবক মিলে নাসিরদের উপর চড়াও হয়। লোহার রড ও লাঠি দিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর জখম অনুযায়ী এই দুই যুবককে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয় মজিদের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন নাসির। ইতিমধ্যেই রুজু করা হয়েছে খুনের মামলা।