কিশোরকে টেনে নিয়ে গিয়ে জ্যান্ত গিলল কুমির! উত্তরপ্রদেশের ভাইরাল ভিডিও দেখলে তাজ্জব হবেন

Published : Jun 24, 2025, 05:13 PM IST
crocodile

সংক্ষিপ্ত

কিশোরকে টেনে নিয়ে গিয়ে জ্যান্ত গিলল কুমির! উত্তরপ্রদেশের ভাইরাল ভিডিও দেখলে তাজ্জব হবেন

কিশোরকে টেনে নিয়ে গিয়ে জ্যান্ত গিলল কুমির, ভিডিও ভাইরাল উত্তরপ্রদেশের

বাড়ির পোষ্য মহিষকে স্নান করাতে নদীতে নিয়ে গিয়ে বিপদ। সাধারণ ঘটনা মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার সোনাউলি মোহাম্মদপুর গ্রামে ঘাঘরা নদীর তীরে মহিষকে স্নান করানোর সময় ১৩ বছরের কিশোরকে জোকে টেনে নিয়ে যায় কুমির। জ্যান্ত গিলে খায়। প্রত্যক্ষদর্শীদের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

কী ঘটেছিলো?

ঘটনার দিন ছিল রবিবার। রাজা বাবু ওরফে নান যাদব, স্থানীয় বাসিন্দা কুনওয়ার বাহাদুর যাদবের ছেলে। সে ঘাঘরা নদীর তীরে একটি মহিষকে স্নান করাচ্ছিল। এমন সময় হঠাৎ নদীর জল থেকে উঠে আসে একটি বিশালাকৃতির কুমির। চোখের পলকে কিশোরের পা চেপে ধরে টেনে নিয়ে যায় জলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরটি প্রথমে রাজাকে মাটিতে ফেলে দিয়ে পরে তার ঘাড় চেপে ধরে নদীর গভীরে টেনে নিয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর প্রাণীটি অদৃশ্য হয়ে যায়। ঘটনা এত দ্রুত ঘটে যে কেউ ওই কিশোরকে রক্ষা করতে পারেননি। গ্রামবাসীরাও জলে নামার সাহস করেননি।

ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ এবং বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। তবে প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিশোরের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে আবারও তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে কিশোরের খোঁজ পাওয়া যায়নি বলেই এখনো পর্যন্ত খবর।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরকে জলে টেনে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর প্রাণীটি। কিশোরের মাথা কয়েক সেকেন্ডের জন্য জলের উপরে আসে। মুহূর্তের মধ্যে তাকে আবার জলে টেনে নেয় কুমিরটি। কিছু ক্ষণ পর উভয়ই অদৃশ্য হয়ে যায়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সিরাজ নুরানি নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। অনেকে শোকপ্রকাশ করেছেন, কেউ কেউ আবার সহায়তা না করে ভিডিও তোলা নিয়েও সমালোচনা করেছেন।

সারাংশ নদীর পাড়ে মহিষকে স্নান করাতে গিয়েই ঘোর বিপদ। কুমিরে টেনে নিয়ে গেল ১৩ বছরের কিশোরকে। উত্তরপ্রদেশে এমনই ভয়াবহ ঘটনা ঘটে গত বারবার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!