কুম্ভমেলাকে কোটি কোটি টাকা সমর্থন! আর গঙ্গাসাগরের দিকে চোখও পড়েনা, প্রধানমন্ত্রীর দিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কুম্ভমেলায় মোদীর সমর্থনের বিপরীতে গঙ্গাসাগর মেলায় কেন্দ্রের অবহেলার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মেলার আয়োজন সম্পর্কেও তিনি আলোকপাত করেছেন।

প্রতি বছর কুম্ভ ও গঙ্গাসাগর এই দুই মেলায় ভক্তের ঢল নামে। তবে উত্তরপ্রদেশের কুম্ভমেলাকে কুম্ভমেলাকে কোটি কোটি টাকা সমর্থন করেন প্রধানমন্ত্রী মোদী কিন্তু বাংলার গঙ্গাসাগরের দিকে কোনও নজর নেই- এমনটাই দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে কড়া নিশানা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন বিজেপি সরকাল কোটি কোটি টাকা দিয়ে কুম্ভমেলাকে সমর্থন করেন।

প্রতি বছরের মতো এই বছরেও ৬ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি হবে। এর সম্পূর্ণ আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমে তিনি জানান এই গঙ্গাসাগরের পরিবেশ খুবই বৈচিত্রময়। যার এখদিকে সুন্দরবন অন্যদিকে সমুদ্র তারমধ্যে মন্দির ও ভক্তজনের সমাবেশ। তিনি আরও বলেন প্রশাসনের উচিত সব বিষয়ে নজর রাখা যাতে কোনও ভক্তের কোনও সমস্যা না হয়। এই কারনে তিনি সমন্বয় সভা করে তা আলোচনা করেছেন।

Latest Videos

মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর কুম্ভ মেলার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। গঙ্গা সাগরে এর আগে কিছুই ছিল না। আমাদের পক্ষ থেকে আমরা এই জায়গার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা করছি। আমি এখানে মহারাজজির সঙ্গে দেখা করেছি। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কপিল মুনির আশ্রমে আসেন। আশ্রমে কিছু দান করলেও সব এখন অযোধ্যায় পাঠানো হয়।

Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral