CRPF Maoist News: ছত্তিশগড়ে শক্ত ঘাঁটিতে জোরালো আক্রমণ চালাল সিআরপিএফ, খতম নেতা সহ ২৭ মাওবাদী

Published : May 21, 2025, 01:58 PM ISTUpdated : May 21, 2025, 05:14 PM IST
maoist encounter

সংক্ষিপ্ত

CRPF Maoist News: মাওবাদী দমন অভিযানে বিরাট সাফল্য পেল দেশের আধা সামরিক বাহিনী। খতম একাধিক সক্রিয় মাওবাদী। 

CRPF Maoist News: বিরাট সাফল্য আধা সামরিক বাহিনীর (security forces)। ছত্তিশগড় জুড়ে চলছে লাগাতার মাওবাদী দমন অভিযান। বুধবার সকালে, অবুঝমাঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে (crpf vs maoist)। 

তার মধ্যে আবার দুর্গম পাহাড়ি এলাকা অবুঝমাঢ় এমনিতেই মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। দেশের মধ্যে থেকে দীর্ঘদিন ধরে নাশকতামূলক কাজ চালাত এই মাওবাদীরা। এমনকি, বহু এলাকার উন্নয়ন পর্যন্ত স্তব্ধ করে রাখার পরিকল্পনায় ছিল তারা। কিন্তু সেইসব তো বেশিদিন চলবে না। তাই এবার জোরালোভাবে আসরে নামে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক (crpf maoist attack)। 

 

 

তৈরি হয় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল

সিআরপিএফ-এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কম্যান্ডো বাহিনী কোবরা, ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশ, ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড বাহিনী, মহারাষ্ট্র পুলিশের সি-৬০ এবং তেলেঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনীকে নিয়ে তৈরি হয় স্পেশ্যাল ফোর্স। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অবুঝমাঢ়ে এক মাওবাদী নেতা আশ্রয় নিয়েছিলেন বলে আগে থেকেই খবর ছিল নিরাপত্তা বাহিনীর কাছে। গোপন সূত্রে সেই খবর পেয়েই, যৌথবাহিনী সেখানে জোরালো অভিযান চালায়। 

নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁওতেও একইসঙ্গে অভিযান চালানো হয় 

 

 

অবুঝমাঢ় আবার শুধু ছত্তিশগড়েই নয়, মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বেশিরভাগ অংশই নারায়ণপুর জেলার মধ্যে পড়ে।

এবার সেখানেই হামলা চালায় আধা সামরিক বাহিনী। সূত্রের খবর, মাওবাদী নেতা তথা তাদের সাধারণ সম্পাদক বাসবরাজ নিহত হয়েছে এই অভিযানে। সেইসঙ্গে, আরও ২৬ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। 

উল্লেখ্য, গোটা দেশজুড়ে মাওবাদী দমন অভিযানে নেমেছেন কম্যান্ডোরা। এই মুহূর্তে প্রায় প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সেই বৃহত্তম মাওবাদী দমন অভিযান। কয়েকদিন আগেই কারেগুট্টা পাহাড় এলাকায় মাওবাদী দমন অভিযানের সময় প্রায় ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়