কাশ্মীরে সিআরপিএফ আধিকারিকের মৃত্যু, বন্দুক কেড়ে নিল জঙ্গিরা

Published : Sep 24, 2020, 12:51 PM ISTUpdated : Sep 24, 2020, 12:52 PM IST
কাশ্মীরে সিআরপিএফ আধিকারিকের মৃত্যু, বন্দুক কেড়ে নিল জঙ্গিরা

সংক্ষিপ্ত

উপত্যকায় ফের নাশকতার ঘটনা সিআরপিএফের উপর জঙ্গি হামলা অতর্কিতে হামলা চালাল জঙ্গি দলটি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি

ফের উপত্যকায় সিআরপিএফের উপর জঙ্গি হামলা। বৃহস্পতিবার সকালে মধ্য কাশ্মীরের বুদগাও জেলার কেইসারমুল্লা অঞ্চলে হামলা চালাল জঙ্গিরা। জানা যাচ্ছে, টহলরত সিআরপিএফ বাহিনীর উপর অতর্কিতে এই হামলা চালান হয়। জঙ্গিরা এক সিআরপিএফ আধিকারিকের বন্দুকও কেড়ে নেয় বলে খবর। তাঁকে গুলি করা হয়। শেষ পাওয়া খবরে এই সিআরপিএফ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে জঙ্গিরা সিআরপিএফের  ১১৭ নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর এনসি বাদোলের বন্দুকটি কেড়ে নেয়। তাঁকে গুলি করে এরপর এলাকা ছেড়ে পালায়। বাদোলেকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ওই সিআরপিএফ আধিকারিকের মৃত্যু হয়েছে।

 

 

এদিকে জঙ্গিদের ধরতে ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকা প্রতিটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের
গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত