হু-হু করে বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম, ভারতে পেট্রোল-ডিজেলের দাম কত? জানুন এক ঝলকে

Published : Apr 06, 2025, 01:17 PM IST
Petrol Diesel

সংক্ষিপ্ত

Fuel Price: এবার বিশ্ববাজারে বেশ খানিকটা কমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। মাত্র দু'দিনে ১২.৫ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দামে। ফলে অনেকেই আশায় বুক বাঁধছেন এই ভেবে যে, এবার হয়তো ভারতে উল্লেখযোগ্য ভাবে কমানো হতে পারে পেট্রোল-ডিজেলের 

Fuel Price: এবার বিশ্ববাজারে বেশ খানিকটা কমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। মাত্র দু'দিনে ১২.৫ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দামে। ফলে অনেকেই আশায় বুক বাঁধছেন এই ভেবে যে, এবার হয়তো ভারতে উল্লেখযোগ্য ভাবে কমানো হতে পারে পেট্রোল-ডিজেলের দাম।

র্তমানে আন্তর্জাতিক বাজারে আমেরিকান অপরিশোধিত তেল ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে মাত্র ৬২ ডলারে যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা, এবং যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে তেলের দাম প্রতি লিটারে ২০-২৫ টাকা পর্যন্ত কমানো সম্ভব।ভারতীয় মুদ্রায় এক লিটার অপরিশোধিত তেলের দাম এখন মাত্র ৩৫ টাকা। কিন্তু বাস্তবে ভারতীয় বাজারে এখনো পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় ১০০ টাকার কাছাকাছি।

গত বছরের মার্চ মাসে শেষবার লিটার প্রতি ২ টাকা করে জ্বালানির দাম হ্রাস করা হয়েছিল। তার পর এক বছর ধরে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিতই রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, তেলের দাম কমলে সাধারণ মানুষ একটু নিশ্চিত হবেন।

তবে সবকিছুই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। বিশেষজ্ঞদের আশঙ্কা,উইন্ডফল ট্যাক্স ফের চালু হলে পেট্রোল-ডিজেলের দাম কমানো কঠিন হয়ে পড়বে। তেলের বাজারে পতন সত্ত্বেও কর কাঠামো এবং কেন্দ্রীয় রাজস্ব নীতিই মূল বাধা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বর্তমান পরিস্থিতিতে যদি আন্তর্জাতিক তেলের দাম আরও কমে এবং সরকার দাম হ্রাসের সিদ্ধান্ত নেয়, তাহলে সাধারণ মানুষ বহুদিন পর এক বড় স্বস্তির নিশ্বাস ফেলবেন।

অন্য়দিকে, ৬ এপ্রিল ভারতে পেট্রোল ও ডিজেলের দাম নিচে উল্লেখ করা হলো:

পেট্রোল:

দিল্লি: ₹ 94.77 প্রতি লিটার কলকাতা: ₹ 105.01 প্রতি লিটার। মুম্বই: ₹ 103.50 প্রতি লিটার চেন্নাই: ₹ 100.93 প্রতি লিটার। তবে ভারতের বিভিন্ন শহরে পেট্রোলের দাম ভিন্ন হতে পারে।

ডিজেল:

দিল্লি: ₹ 87.67 প্রতি লিটার। কলকাতা: ₹ 91.82 প্রতি লিটার। মুম্বই: ₹ 90.03 প্রতি লিটার। চেন্নাই: ₹ 92.52 প্রতি লিটার। বিভিন্ন রাজ্যে ও শহরে ডিজেলের দামেও ভিন্নতা দেখা যায়। 

PREV
click me!

Recommended Stories

Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!
8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র