ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের ‘ফলোয়ার’ বাড়াতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা, এ কী করে ফেলল মুম্বইয়ের কিশোরী!

নিজের বাবার ফোন থেকে ইনস্টাগ্রাম খুলে অজানা অচেনা মানুষদের সাথে বন্ধুত্ব করতে গিয়েই বিপদে পড়ে গেল দশম শ্রেণীর নাবালিকা।

ইনস্টাগ্রামে ‘ফলোয়ার’ বাড়ানোর লোভে মিথ্যে ফাঁদে পা দেওয়ার উদাহরণ সারা বিশ্বেই রয়েছে অগুন্তি। এবার সেই রকমই একটি প্রতারণার ফাঁদে পা মারাত্মক ভুল করে ফেলল মুম্বইয়ের এক স্কুলপড়ুয়া। দশম শ্রেণিতে পাঠরত ওই ছাত্রীর বয়স মাত্র ১৬ বছর। তার ভুলের জন্য বেশ বড়সড় বিপদে পড়ে গিয়েছেন তার বাবা। তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়েছে ওই কিশোরীর পরিবার। ভানরাই পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি হল, ইনস্টাগ্রাম নামক একটি সোশ্যাল মিডিয়া মাধ্যমে বিগত কয়েক মাস ধরে বেশ সক্রিয় হয়ে পড়েছিল মুম্বইয়ের পূর্ব গোরেগাঁও-এ বসবাসকারী ওই কিশোরী। কিন্তু, তার নিজের কোনও মোবাইল ফোন নেই। তাই, নিজের বাবার ফোন থেকেই ইনস্টাগ্রামে নিজের একটি অ্যাকাউন্ট খোলে সে। মার্চ মাসের ১ তারিখে সে যখন ইনস্টাগ্রামে রিল দেখছিল, তখন ‘সোনালি সিংহ’ নামের একটি প্রোফাইল থেকে তার কাছে ‘ফলো রিকোয়েস্ট’ আসে। বেশি কিছু চিন্তা না করেই নাবালিকা সেই ‘ফলো রিকোয়েস্ট’-এর আবেদন গ্রহণ করে। তার পর থেকেই তার কথাবার্তা চলতে থাকে ‘সোনালি’-র সঙ্গে।

Latest Videos

এরপর, কথায় কথায় দশম শ্রেণীর ওই ছাত্রী ‘সোনালি’-কে জানায় যে, তার অনুগামীর সংখ্যা খুবই কম। সোনালি তখন তাকে একটি অফার দেয় যে, ইনস্টাগ্রামে সে যদি পঞ্চাশ হাজার ফলোয়ার চায়, তাহলে তাকে ৬ হাজার টাকা দিতে হবে। টাকা পেলে সে ওই নাবালিকার অনুগামীর সংখ্যা বাড়িয়ে দেবে। এই অফারে কিশোরী রাজি হয়, তখন ‘সোনালি’ নামক বন্ধুটি তাকে একটি QR কোড পাঠায় টাকা পাঠানোর জন্য। কিন্তু, ওই কিশোরী বাবার মোবাইলে গুগল পে থেকে মাত্র ৬০০ টাকা পাঠায়। কিন্তু, ‘সোনালি’ তাকে বলে যে, এইটুকু টাকাতে শুধুমাত্র ১০ হাজার ফলোয়ার বাড়ানো যেতে পারে। ৫০ হাজার বাড়বে না।

চলতি সপ্তাহের সোমবার ওই কিশোরী বুঝতে পারে যে, ৬০০ টাকা দিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটিও ফলোয়ার বাড়েনি। তখন ‘সোনালি’-র কাছে ওই ৬০০ টাকা ফেরত চায় সে। কিন্তু ‘সোনালি’ তাকে জানায় যে, একটি বিশেষ গোলযোগের কারণে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অল্প পরিমাণ টাকা অন্য কোনও অ্যাকাউন্টে পাঠানো যাচ্ছে না। সেজন্য সে টাকা ফেরত দিতে পারছেন না। কিশোরী যদি তার বাবার অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তার কাছে পুরোটা অনলাইনে পাঠিয়ে দেয়, তাহলে সে ৬০০ টাকা সহ সম্পূর্ণ টাকাটা ওই ছাত্রীকে ফেরত দিয়ে দেবে। এই ফাঁদেই পা দেয় ১৬ বছরের নাবালিকা। সে সোনালির কথা বিশ্বাস করে বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা সোনালির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। যথারীতি একটি টাকাও আর ফেরত আসে না। পরের দিন তার বাবা দেখতে পান যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা, তাতে কোনও টাকাই নেই। তিনি নিজের মেয়েকে এবিষয়ে জিজ্ঞেস করেন। তখনই প্রতারিত হওয়ার কথাটা নিজের বাবার কাছে ফাঁস করে কিশোরী।

আরও পড়ুন-
শুক্রবার সকাল থেকে থমথমে হয়ে যেতে পারে শহর কলকাতা, একাধিক দাবি নিয়ে পথে নামছে বাম ও বিজেপি
চলে গেলেন বিখ্যাত পরিচালক তথা প্রসিদ্ধ অভিনেতা সতীশ কৌশিক, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল
অনুব্রত মণ্ডলকে জেরা করার শুরুতেই বড় ধাক্কার মুখে ইডি! নয়াদিল্লিতে তড়িঘড়ি বদলাতে হল পরিকল্পনামাফিক নিয়ম

Share this article
click me!

Latest Videos

দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today