- Home
- Entertainment
- Bollywood
- চলে গেলেন বিখ্যাত পরিচালক তথা প্রসিদ্ধ অভিনেতা সতীশ কৌশিক, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল
চলে গেলেন বিখ্যাত পরিচালক তথা প্রসিদ্ধ অভিনেতা সতীশ কৌশিক, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পীমহল
- FB
- TW
- Linkdin
দোলের দিন সঙ্গীসাথীদের নিয়ে মেতে রইলেন আনন্দ উৎসবে। তার পরেই হঠাৎ চলে গেলেন পৃথিবী ছেড়ে।
অভিনেতা সতীশ কৌশিক শিল্পজগতে যেমন রয়ে গেছেন গাঢ় প্রচ্ছন্নতায়, তেমনই তাঁর চলে যাওয়াও নিভৃতে নীরবে রয়ে গেল অমলিন।
কেবলমাত্র ‘কৌতুকাভিনেতা’ বলে তাঁকে আখ্যায়িত করা যায় না অবশ্যই।
নাটকের মঞ্চ থেকে যিনি পা রেখেছিলেন বলিউডের দুনিয়ায়, তাঁর বিস্তার হয়ে গিয়েছিল অভিনয় জগত থেকে প্রযোজনার জগত অবদি।
অনিল কাপুরের সাথে ‘থার’ সিনেমায় তাঁর পার্শ্ব অভিনেতা হয়ে থেকে যাওয়াটা প্রায় ছেয়ে রয়েছে দর্শকের মনে।
২০২১ সালে তাঁর পরিচালিত ‘কাগজ’ সিনেমা দেশের প্রশাসকের কাছে কাগজ দেখিয়ে নাগরিকত্ব আদায়ের বিরুদ্ধে একটা সপাট জবাব।
কঙ্গনা রানাওতের সঙ্গে ‘এমারজেন্সি’ সিনেমাতেও মুগ্ধ করেছেন অভিনেতা সতীশ কৌশিক। যদিও ছবিটির মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন তিনি।
এছাড়াও সালমান খানকে নিয়ে ‘তেরে নাম’, অনিল কাপুরকে নিয়ে ‘রূপ কি রানি, চোরো কা রাজা’, সঞ্জয় কাপুরকে নিয়ে ‘প্রেম’ ইত্যাদি বহু সিনেমা পরিচালনা করেছেন সতীশ।
জীবনে অত্যন্ত কাছের মানুষ ছিলেন অভিনেতা অনুপম খের, অলোক নাথ, পঙ্কজ কাপুর এবং অভিনেত্রী নিনা গুপ্ত।
শিল্পীর প্রয়াণে মুম্বইয়ের তারকা মহল জুড়ে আজ বিষণ্ণতার ছায়া।
শোক জ্ঞাপন করেছেন সালমান খান, কঙ্গনা রানাওত, অক্ষয় কুমার, সোনু সুড ইত্যাদি অভিনেতারা।
শোকবার্তা জানিয়েছেন অনুপম খের, মনোজ বাজপেয়ী, হানসাল মেহতা, সুনীল শেট্টি, অভিষেক বচ্চন, ঋতেশ দেশমুখ, সুভাষ ঘাই সহ অগুন্তি তারকারাও।
অভিনেতার শেষকৃত্যে উপস্থিত রইলেন জনি লিভার, বনি কাপুর, সঞ্জয় কাপুর।
ঈশান খট্টর, ডলি সিং থেকে শুরু করে আরও এক ঝাঁক শিল্পী ও কলাকুশলীদের দেখা গেল অন্ত্যেষ্টিক্রিয়ায়।
জীবন শুরু হয়েছিল ভারতের উত্তরের রাজ্য হরিয়ানার মহেন্দ্রগড়ে। জীবন শেষও হল সেই হরিয়ানারই গুরগাঁওতে।
গুরগাঁওতে বৃহস্পতিবার ৬৬ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক।
এদিন বিকেলে বিশেষ বিমানে করে মুম্বইতে আনা হয় তাঁর মরদেহ।
আন্ধেরিতে তাঁর নিজের বাড়িতে নিয়ে আসা হয় প্রয়াত অভিনেতাকে।
এরপর সেখান থেকে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের উদ্দেশ্যে।