আগামী ২৩-২৪ তারিখে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বিদেশের একাধিক আবহাওয়া দফতর জানাচ্ছে এমনই খবর।
27
দিন কয়েকের মধ্যে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়বে এই সাইক্লোন। কোথায় হবে ল্যান্ডফল ভারত না বাংলাদেশ? জেনে নিন
37
সাইক্লোন তৈরি হয়ে গেলে এর নাম হবে ডানা। আবহাওয়া দফতর অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২৩ অক্টোবর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে যা শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে।
47
ইউরো ও আমেরিকার আবহাওয়া দফতর অনুযায়ী, জানা যাচ্ছে, ইউরোপ ও আমেরিকার মডেল অনুসারে দুটি সম্ভাব্য গতিপথ হতে পারে বাংলাদেশের খুলনা। এক্ষেত্রে ঝড়ের গতিবেগ হবে ১০০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা।
57
অন্যদিকে ওড়িশার উপকূলে আছড়ে পড়লে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হবে ১৩০ থেকে ১৫০ কিমি প্রতি ঘণ্টা।
67
সাইক্লোন ডানা-র নাম করণ করেছে কাতার। ফের তোলপাড় হতে পারে বঙ্গোপসাগর।
77
আগামী সপ্তাহেই এই ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিতে পারে ভারতে। তবে ঠিক কোথায় ল্য়ান্ডফল হবে তার গতিপথ জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।