সাগরে ফুঁসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'সেনিয়ার', নভেম্বরের শেষ সপ্তাহেই ল্যান্ডফল- জানুন ঝড়ের ঠিকানা

Published : Nov 23, 2025, 03:16 PM IST

সাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম রাখা হবে সেনিয়ার (Cyclone Senyar) সেনিয়ার কথার অর্থ সিংহ। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণের একাধিক রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে 

PREV
16
শীতেও ঘূর্ণিঝড়

আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। তেমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। যার কারণে এখন থেকেই শীত গায়েব হয়ে গেছে রাজ্যে। পশ্চিমবঙ্গে উত্তুরে হিমেল হাওয়ার বাধা পাচ্ছে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে। হাওয়া অফিস জানিয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে নিম্নচাপ বলয়।

26
ঘূর্ণিঝড়ের নাম

সাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম রাখা হবে সেনিয়ার (Cyclone Senyar) সেনিয়ার কথার অর্থ সিংহ। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণের একাধিক রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

36
ঘূর্ণিঝড় কখন তৈরি হবে?

দক্ষিণ আন্দামান সাগরের ওপর একরটি নিম্নচাপ অঞ্চল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী সপ্তাহে সেটি একটি তীব্র নিম্নচাপে পরিণত হতে পারে। তেমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এই সিস্টেমটাই পশ্চি-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করবে। সেটাই ২৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

46
ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময়

ঘূর্ণিঝড়টি সপ্তাহের শেষের দিকে উপসাগর জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিমে ঘুরবে। ঘূর্ণিঝড়ের তীব্রতর হবে। তারপরই সেটি কোথায় ল্যান্ডফল করবে তা বোঝা যাবে। মৌসম ভবন জানিয়েছে এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। তাই সেটি নির্দিষ্ট কোন পথে যাবে তাও স্পষ্ট নয়। তামিলনাড়়-অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে না কি উত্তর দিকে বেঁকে যাবে তা এখনও স্পষ্ট নয়।

56
ঘূর্ণিঝড়ের প্রভাব

২৩ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্রতর প্রভাব দেখা যাবে। দীপপুঞ্জে বৃষ্টি বাড়চে পারে। ২৫ নভেম্বর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ ২৫ নভেম্বর থেকে হয়ে যাবে ঘণ্টার ৬৫ কিলোমিটার।

66
সতর্কতা

ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। আর সেই কারণেই ২৫ নভেম্বর পর্যন্ত আন্দামান সাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories