Published : May 02, 2025, 08:04 AM ISTUpdated : May 02, 2025, 09:16 AM IST
DA arrears News: কেন্দ্রীয় সরকার কোভিডের সময় স্থগিত থাকা ১৮ মাসের ডিএ এবং ডিআর বকেয়া মঞ্জুর করেছে। লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন এবং তিন কিস্তিতে টাকা পাবেন।
২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন কিস্তির এই বকেয়া (Arrears) মিলবে শীঘ্রই।
511
এই নিয়ে জেসিএম সচিব শিব গোপাল মিশ্র বলেন, ‘কর্মচারীরা মহামারীতে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটি তাদের ন্যায্য অধিকার’।
611
এখন প্রশ্ন হল, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন আটকে ছিল যে টাকা, তার পরিমাণ কত হতে পারে? মোট কত টাকা (Money) করে পেতে পারেন কর্মীরা?
711
সপ্তম বেতন কমিশনের আওতায় লেভেল ১ কর্মচারীরা ১১,৮৮০ থেকে ৩৭,৫৫৪ টাকা এবং লেভেল ১৩-১৪ কর্মচারীরা ১.৪৪ থেকে ২.১৮ লক্ষ টাকা পাবেন।
811
পেনশনভোগীরাও পাবেন এই বকেয়া টাকা। শীঘ্রই মিলবে টাকা। তিন কিস্তিতে মিলবে এরিয়ার (arrears)।
911
এবার শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।
1011
পরের পর সুখবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। এদিকে প্রস্তুতি চলছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের। তারই আগে মিলবে ১৮ মাসের বকেয়া মিলবে তিনটি কিস্তিতে।
1111
এদিকে ২০২৬ সালের জানুয়ারিতে গঠিত হতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। প্রস্তুতি চলছে তার। এর দ্বারা মোটা টাকা বেতন বাড়বে কর্মীদের। তেমনই মিলবে মোটা টাকা পেনশনও।