মাসের শুরুতেই রয়েছে গ্রাহকদের জন্য দারুন সুখবর। ১ মে থেকেই কমছে বাণিজ্যিক গ্যাসের দাম। জানা গিয়েছে, অয়েল মার্কেটিং কোম্পানিগুলির তরফে এলজিপি-র দাম কমানোর কথা ঘোষণা করা হয়েছে। যারফলে কমবে গ্যাসের দাম।
27
সিলিন্ডার প্রতি দাম কত টাকা কমল?
জানা গিয়েছে, এই বিষয়ে বৃহস্পতিবার অয়েল মার্কেটিং কোম্পানিগুলির তরফে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম কমছে ১৪.৫ টাকা।
37
রাজধানীতে কত টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম?
অয়েল মার্কেটিং কোম্পানিগুলির তরফে যে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে দেশের এক এক শহরে দামের কিছুটা হেরফের রয়েছে। তবে রাজধানী দিল্লিতে আজকের বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৭৮৭ টাকা ৫০ পয়সা।
১ মে থেকে কার্যকরী হওয়া এই নিয়মে দেশের মধ্যে প্রধানত চারটি শহরে অনেকটাই কমছে বাণিজ্যিক গ্যাসের দাম। রাজধানী দিল্লি সহ কলকাতা, মুম্বাই ও চেন্নাই শহরেও কমছে গ্যাসের দাম।
57
অন্য শহরগুলিতে কত কমল বাণিজ্যিক গ্যাসের দাম
বৃহস্পতিবার অর্থাৎ ১ মে কলকাতা শহরে বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হল-১,৮৫৭.৫০ টাকা। মুম্বইতে আজ সিলিন্ডার প্রতি নতুন দাম-১,৬৯৯ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের নয়া লাগু হওয়া দাম হল ১,৯১০ টাকা।এগুলি সবই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের জন্য লাগু হওয়া নতুন মূল্য।
67
অপরিবর্তিত ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম
১ মে থেকে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও, অপরিবর্তিত থাকছে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম। ফলে এখনও পর্যন্ত বাজারে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে একই। ১৪.০২ কেজির এই গ্যাসের দাম দিল্লিতে ৮৫৩ টাকা। মুম্বইতে ৮৫২.৫০ টাকা। চেন্নাইতে দাম ৮৬৮.৫০ টাকা। এবং কলকাতায় ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ১৪.০২ কেজির দাম ৮৫৩ টাকা। গত মাসেই এই গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা।
77
অন্যান্য জ্বালানির দাম কতটা কমল?
অয়েল মার্কেটিং কোম্পানিগুলির তরফে আজ অর্থাৎ বৃহস্পতিবার বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে ডিজেল-পেট্রল জ্বালানি তেলের দাম। তবে বিমানের জ্বালানির দাম আগের থেকে কিছুটা কমেছে বলে জানা গিয়েছে।