এক ধাক্কায় বাড়ল বেতন আর পেনশন! কেন্দ্রীয় সরকার ২% ডিএ বৃদ্ধি করায় হিসেব গেল বদলে

Published : Apr 01, 2025, 05:05 PM ISTUpdated : Apr 01, 2025, 06:37 PM IST

Dearness Allowance: ডিএ বৃদ্ধির কারণে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন আর অবসরপ্রপ্তদের পেনশন বৃদ্ধি পাবে। কত টাকা বৃদ্ধি পাচ্ছে রইল তারই হিসেব। 

PREV
110
২% ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার সম্প্রতি ২% শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে।

210
বর্তমান ডিএ

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৫৩% থেকে বেড়ে হয়েছে ৫৫%।

410
বেতন বৃদ্ধি

ডিএ বৃদ্ধির কারণে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন আর অবসরপ্রপ্তদের পেনশন বৃদ্ধি পাবে।

510
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি

যদি কোনও সরকারি কর্মীর মূল বেতন ১৯০০০ টাকা হয় তাহলে ২% ডিএ বৃদ্ধির হতে প্রতিমাসে অতিরিক্ত ৩৮০ টাকা পাবেন। বছরে পাবেন ৪৫৬০ টাকা বা তারও বেশি।

610
অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধি

একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মূল পেনশন যদি ৮০০০ টাকা হয় তাহলে প্রতিমাসে তিনি অতিরিক্ত ১৬০ টাকা পাবেন। বছরে বৃদ্ধি ১৯২০ টাকা।

710
অষ্টম বেতন কমিশন

অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে।

810
অষ্টম বেতন কমিশন কার্যকর

অনেকেই মনে করেছেন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে।

910
কেন্দ্রীয় সরকার সূত্র

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অষ্টম বেতন কমিশন কার্যকর হবে ২০২৭ সাল থেকে। ২০২৬ সালে একটি রিপোর্ট পেশ করবে।

1010
বেতন বৃষ্টি

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার টাকা বা তারও বেশি।

click me!

Recommended Stories