110

নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর
মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল (DA Update for Central Government Employees)।
210
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ২% হারে ডিএ বৃদ্ধির প্রস্তাবে এবার অনুমোদন দিল মোদী সরকার
যার জেরে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫৫%।
310
ফলে, সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা
পরিসংখ্যান বলছে, ৪৮.৬৬ লক্ষ কর্মী এবং ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন (DA update for central govt employees)।
410
জানা গেছে, ১ জানুয়ারি, ২০২৫ থেকে এই হিসেব কার্যকরী হবে
তবে এবারের বৃদ্ধির হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।
510
উল্লেখ্য, করোনার সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হয়েছিল
তবে ২০২১ সাল থেকে ফের ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
610
এর আগে গত ২০২৪ সালের জুলাই মাসে ৩% ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র
ফলে, ৫০ থেকে তা বেড়ে হয়েছিল ৫৩% (latest DA update for central government employees)।
710
আর এবার তা আরও বেড়ে দাঁড়াল ২%
গত কয়েকবছর ধরে মহার্ঘভাতা বা DA ৩-৪% বৃদ্ধি পেয়েছে।
810
কিন্তু সাড়ে ৬ বছরে প্রথমবার ডিএ মাত্র ২% বৃদ্ধি পেয়েছে
কেন এবার বৃদ্ধির হার এত কম?
910
এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার
জানা গেছে, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার কমে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেমোদী সরকার।