DA Hike: বাড়তে পারে ৪% ডিএ! দুর্গাপুজোর আগেই দুর্দান্ত খবর পাবেন সরকারি কর্মীরা?

Published : Jul 10, 2025, 10:38 AM IST

বিরাট সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। চলতি বছরের দুর্গাপুজোর আগেই নাকি একলাফে বাড়তে পারে ডিএ বা মহার্ঘভাতা! পুজোর আগেই মোদী সরকার ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করতে পারে। AICPI-র তথ্য বলছে, এবার ৪% ডিএ বৃদ্ধি হতে পারে।

PREV
110

ডিএ বৃদ্ধি মূলত নির্ভর করে AICPI ইন্ডেক্সের উপর। ২০২৫ সালের মে মাসে AICPI ইনডেক্স ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪৪।

210

এমনকি জুন মাসে ইনডেক্সে একই রকম বৃদ্ধি দেখা গিয়েছে। ফলে ৪% ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে।

310

বলে দিই, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫% হারে ডিএ পাচ্ছে। এবার যদি ৪% ডিএ বাড়ে, তাহলে তা পৌঁছবে ৫৯%-এ।

410

আর এতে শুধুমাত্র কর্মচারীরা নন, বরং পেনশনভোগীরাও প্রচুর পরিমাণে উপকৃত হবে।

510

উৎসবের আগেই বেতন বাড়ার সম্ভাবনা

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি সরকার সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডিএ বৃদ্ধি করে, তাহলে তা ১ জুলাই থেকেই কার্যকর হতে পারে। অর্থাৎ, দীপাবলীর আগেই সরকারি কর্মচারীরা পেতে পারেন বাড়তি বেতন।

610

বিগত বছরের জানুয়ারি মাসে ১ তারিখ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছিল। আর সেই ধারায় আবারো বজায় রাখতে পারে সরকার।

710

অষ্টম বেতন কমিশন কবে?

তবে ডিএ বৃদ্ধির আবহে আরও একটি বড় খবর অষ্টম বেতন কমিশন। হ্যাঁ, এই কমিশনের নীতিগত অনুমোদন ইতিমধ্যে কেন্দ্র সরকার দিয়েছে।

810

তবে যদিও এখনো বেতন কমিটি গঠন হয়নি। আশা করা যাচ্ছে যে, চলতি বছরের আগস্টের শেষ দিকেই এই কমিটি গঠিত হবে।

910

আর যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চালু হতে পারে নতুন বেতন কাঠামো এবং তা জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

1010

আর এই কমিশনে বেতন, ভাতা, পদোন্নতির নিয়মে প্রচুর বদল আসবে, তা বলার অপেক্ষা রাখে না।

Read more Photos on
click me!

Recommended Stories