বিরাট সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। চলতি বছরের দুর্গাপুজোর আগেই নাকি একলাফে বাড়তে পারে ডিএ বা মহার্ঘভাতা! পুজোর আগেই মোদী সরকার ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করতে পারে। AICPI-র তথ্য বলছে, এবার ৪% ডিএ বৃদ্ধি হতে পারে।
আর এতে শুধুমাত্র কর্মচারীরা নন, বরং পেনশনভোগীরাও প্রচুর পরিমাণে উপকৃত হবে।
510
উৎসবের আগেই বেতন বাড়ার সম্ভাবনা
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, যদি সরকার সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডিএ বৃদ্ধি করে, তাহলে তা ১ জুলাই থেকেই কার্যকর হতে পারে। অর্থাৎ, দীপাবলীর আগেই সরকারি কর্মচারীরা পেতে পারেন বাড়তি বেতন।
610
বিগত বছরের জানুয়ারি মাসে ১ তারিখ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছিল। আর সেই ধারায় আবারো বজায় রাখতে পারে সরকার।
710
অষ্টম বেতন কমিশন কবে?
তবে ডিএ বৃদ্ধির আবহে আরও একটি বড় খবর অষ্টম বেতন কমিশন। হ্যাঁ, এই কমিশনের নীতিগত অনুমোদন ইতিমধ্যে কেন্দ্র সরকার দিয়েছে।
810
তবে যদিও এখনো বেতন কমিটি গঠন হয়নি। আশা করা যাচ্ছে যে, চলতি বছরের আগস্টের শেষ দিকেই এই কমিটি গঠিত হবে।
910
আর যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চালু হতে পারে নতুন বেতন কাঠামো এবং তা জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
1010
আর এই কমিশনে বেতন, ভাতা, পদোন্নতির নিয়মে প্রচুর বদল আসবে, তা বলার অপেক্ষা রাখে না।