Arvind Kejriwal: শত বাধা সত্ত্বেও দিল্লির উন্নয়নে একাধিক পদক্ষেপ, নোবেল পুরস্কারের দাবি কেজরিওয়ালের

Published : Jul 10, 2025, 09:09 AM IST

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় তিহার যাত্রার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এবার আরও এক আজব দাবি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
17
অরবিন্দ কেজরিওয়ালের দাবি

আবগারি দুর্নীতি মামলায় জেল খেটেছেন। সম্প্রতি জেলমুক্তির পর ছেড়েছেন মুখ্যমন্ত্রী পদও। বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে তার দল। এবার নিজের জন্য অদ্ভুত দাবি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

27
নিজের জন্য নোবেল দাবি কেজরিওয়ালের

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশাসনের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে  দিয়েছে। কেজরিওয়ালের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।  তার বক্তব্যকে "হাস্যকর" বলে অভিহিত করেছে এবং তাকে অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

37
হঠাৎ কেন এই দাবি কেজরিওয়ালের?

মঙ্গলবার চণ্ডীগড়ে 'দ্য কেজরিওয়াল মডেল' শীর্ষক একটি বইয়ের পাঞ্জাবি সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন যে, দিল্লিতে তার সরকারের কাজ বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা সত্ত্বেও, তার প্রশাসন কার্যকরভাবে কাজ করে দেখিয়েছে।

47
আপের আমলে দিল্লিতে উন্নয়নের জোয়ার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে, লেফটেন্যান্ট গভর্নর এবং নানা অসুবিধা থাকা সত্ত্বেও তার সরকার যে কাজ করেছে, তার জন্য তিনি শাসন ও প্রশাসনের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি বলেন, "আমাদের কাজ করতে বাধা দেওয়া সত্ত্বেও আমরা ভালো ফল করেছি। এত বাধা বিপত্তি সত্ত্বেও এত কিছু করার জন্য আমার শাসন ও প্রশাসনের জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত।" 

57
নিজের ঢাক পেটানোর অভিযোগ

‘অরবিন্দ কেজরিওয়ালের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য’। তার এই মন্তব্যের পরেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বর্তমান দিল্লির শাসক দল বিজেপি এই মন্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা কেজরিওয়ালের বিরুদ্ধে "কেবল আত্মপ্রচারের" অভিযোগ এনেছেন। সচদেবা বলেন, ‘’যখন কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, তখন এমন মন্তব্য কেবলই নিজের ঢাক পেটানো ছাড়া আর কিছুই নয়।'' 

67
কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির

জানা গিয়েছে, দিল্লি বিজেপির প্রধান সচদেবা কেজরিওয়ালের এই দাবিকে "হাস্যকর" আখ্যা দিয়ে বলেন, "কেজরিওয়াল নিজের জন্য নোবেল পুরস্কার দাবি করছেন, এটা হাস্যকর। যদি অযোগ্যতা, নৈরাজ্য এবং দুর্নীতির জন্য কোনও বিভাগ থাকত, তাহলে তিনি নিশ্চয়ই একটি পুরস্কার পেতেন।" 

77
প্রকাশ্যে কেজরিওয়ালের দুর্নীতি

কেজরিওয়ালের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলি হল, পানিক বাটন থেকে শিশমহল পর্যন্ত। অরবিন্দ কেজরিওয়ালের নোবেল পুরস্কার দাবির মধ্যেই বিজেপি সরকার কেজরির বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের তালিকা প্রকাশ করেছে।

Read more Photos on
click me!

Recommended Stories