বড় খবর! আচমকাই এই কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা! কারা পাবেন?

Published : Feb 03, 2025, 06:48 PM IST

নতুন বছরের শুরুতেই অবশেষে দারুণ সুখবর পেলেন এই সরকারি কর্মীরা! অবশেষে তাঁদের ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। মার্চেই ঢুকবে অতিরিক্ত টাকা।

PREV
110

ফেব্রুয়ারির শুরুতেই বড় খবর এই সরকারি কর্মীদের জন্য।

210

আচমকাই এই কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা! কারা পাবেন?

310

তাঁদের ডিএ বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করল রাজ্য সরকার।

410

হ্যাঁ ঠিকই শুনেছেন। মার্চেই ঢুকবে অতিরিক্ত টাকা।

510

স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার কর্মচারী।

610

সবথেকে বড় কথা, পরিবহণ কর্মীদের এক ধাক্কায় ৪ শতাংশ অবধি DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

710

ডিএ বৃদ্ধি করে, সরকার তার কর্মচারীদের দ্বারা সম্মুখীন মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলা করার লক্ষ্য নিয়েছে।

810

যাইহোক, সরকারের এহেন সিদ্ধান্তে সব মিলিয়ে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মী বলে মনে করা হচ্ছে।

910

এই ব্যবস্থার ফলে GSRTC কর্মীদের জন্য ডিএ ৫০ শতাংশ করা হবে।

1010

আসলে গুজরাট রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (জিএসআরটিসি) কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাট সরকার।

click me!

Recommended Stories