জয়া বচ্চন সাংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলমান কুম্ভমেলায় জল দুষিত হয়েছে। কারণ পদদলিত হয়ে মৃতদের প্রয়াগরাজে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে।
410
জয়ার বক্তব্য
জয়ার প্রশ্ন, এই মুহূর্তে কোথায় জল সবথেকে বেশি দূষিত? এই প্রশ্ন করে জয়া নিজেই উত্তর দেন কুম্ভের জল সবথেকে বেশি দূষিত।
510
কারণ - জয়ার মতে
জল দূষণের কারণও তিনি বলেন, কুম্ভমেলায় পদদলিত হয়ে মৃতদের নদীতে ফেলে দেওয়া হয়েছে। যার কারণে জল দূষিত হয়ে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আসল সমস্যার সমাধান করা হচ্ছে।
610
সাধারণ মানুষ নিয়ে উদ্বেগ
কুম্ভে আসা সাধারণ মানুষদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়া বচ্চন। তাঁর অভিযোগ, কুম্ভে আসা সাধারণ মানুষদের নিয়ে ব্যবস্থা করেনি যোগী সরকার। সাধারণ মানুষরা চিকিৎসা পাচ্ছেন না। তাদের জন্য কোনও ব্যবস্থা নেই।
710
মৃত্যু নিয়ে দাবি
জয়া বচ্চন সংসদের বাইরে দাঁড়িয়ে দাবি করেন, ২৯ জানুয়ারি কুম্ভমেলায় দুর্ঘটনায় ৩০ নিহত আর ৬০ জনের আহত হওয়ার ঘটনা মানুষের চোখ খুলে দিয়েছে। অনেকদেহের ময়নাতদন্ত পর্যন্ত হয়নি বলেও অভিযোগ করেন জয়া।
810
দূষিত জল...
জয়া আরও বলেন, কুম্ভের দূষিত জল নিয়েও বিজেপি সম্পূর্ণ নীরব। দূষিত জল ছড়িয়ে যাচ্ছে বলেও দাবি তাঁর।
910
জল ও জলশক্তি
জয়া কটাক্ষ করে বলে বিজেপি সংসদে জল ও জলশক্তি নিয়ে বক্তৃতা দিচ্ছে। বিজেপি মিথ্যা কথা বলেছে। কোটি কোটি কুম্ভ পরিদর্শন করেছেন। কোন নির্দিষ্ট সময়ে এত বিপুল সংখ্যক মানুষ কী করে একই স্থানে জড়ো হতে পারে
1010
বিজেপির দাবি
বিজেপি অবশ্য জয়া বচ্চনের অভিযোগ উড়িয়ে দিয়েছে। বলেছে, সমাজবাদী পার্টির উত্থান হিন্দুদের বিরোধিতা করেই। জয়া বচ্চনও সেই লাইনেই হাঁটছেন।