অক্টোবরেই ধামাকা! সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে ঢুকবে বেতন ছাড়াও অতিরিক্ত ১০৪৪০ টাকা

Published : Oct 04, 2025, 01:12 PM IST

দীপাবলির আগেই একটি মোটা অঙ্কের টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও মোটা অঙ্কের টাকা পাবেন চলতি মাসেই। 

PREV
16
অক্টোবরেই সুখবর

অক্টোবর মাস সুদিন নিয়ে আসবে সরকারি কর্মীদের জন্য। দীপাবলির আগেই একটি মোটা অঙ্কের টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও মোটা অঙ্কের টাকা পাবেন চলতি মাসেই।

26
৩% DA বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩% হারে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম ডিএ বেড়ে হয়েছে ১০৪৪০ টাকা। আর তিন মাসের টাকা সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তরা পাবেন একই সঙ্গে। অর্থাৎ ৩১ হাজার ৩২০ টাকা একলপ্তে পাবেন সরকারি কর্মীরা।

36
উপকৃতের সংখ্যা

কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করায় দেশে উপকৃত হবে ১ কোটি ২০ লক্ষের বেশি সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ৩% হারে ডিএ বৃদ্ধি করায় বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তরা ৫৮% হারে ডিএ পাবেন। এতদিন তাঁরা ৫৫% হারে ডিএ পেতেন।

46
সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ

কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে। একটা জানুয়ারি , আর দ্বিতীয়টি জুলাইয়ে। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার ডিএ বৃদ্ধি করল সরকার।

56
ডিএর হিসেব নিকেশ

ডিএ বৃদ্ধির ফলে লেভেল -১ কর্মী , যাদের মূল বেতন ১৮,০০ টাকা তাদের ডিএ বৃদ্ধি হয়েছে ১০৪০০ টাকা, নূন্যতম বেতন ৯০০০ টাকা হলে ডিএ বৃদ্ধি হবে ৫২২০ টাকা। যারা ৫০০০০ টাকা মূল বেতন পেতেন তারা ডিএ বৃদ্ধি হবে ২৯০০০ টাকা।

66
রাজ্য ও কেন্দ্রের ডিএর ফারাক

কেন্দ্রীয় সরকারের ৩% ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএর ফারাক অনেকটাই বেড়ে গেল। রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ১৮% হারে ডিএ পান। যার কারণে কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক ৪০% গিয়ে পৌঁছেছে। অন্য দিকে রাজ্য সরকার এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে নেয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories