আধার কার্ড আপডেট করতে এবার থেকে গুনতে হবে অতিরিক্ত টাকা, নিয়মে বড় বদল

Published : Oct 03, 2025, 05:23 PM IST

Aadhaar Card Update Charge: আধার কার্ড আপডেট করতে গেলে এবার গ্রাহকদের গুনতে হবে বাড়তি টাকা। চলতি মাসের ১ অক্টোবর থেকে চালু এই নয়া নিয়ম। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
আধার কার্ডের নিয়মে পরিবর্তন

আধার কার্ড আপডেটের নিয়মে এলো বড়সড় পরিবর্তন। যারফলে এবার থেকে আধার কার্ডে তথ্য আপডেট, ঠিকানা পরিবর্তন বা নাম-পদবী সংশোধনের ক্ষেত্রে বড়সড় টাকার অঙ্ক গুনতে হবে গ্রাহকদের। অক্টোবর মাসের ১ তারিখ থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।

25
কতদিন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে?

জানা গিয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে আধার কার্ড আপডেটের জন্য ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৮ সালের অক্টোবর মাস পর্যন্ত গ্রাহকদের বাড়তি টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। 

35
খরচ বেড়ে কত টাকা হল?

আধার কার্ড আপডেটের জন্য যেমন- নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেটের জন্য আগে যেখানে গ্রাহকদের খরচ হত ৫০ টাকা। বর্তমানে সেই টাকা বেড়ে হয়েছে ৭৫ টাকা। তবে বায়োমেট্রিক আপডেট হবে সম্পূর্ণ বিনামূল্যে। এরজন্য কোনও টাকা খরচ হবে না।  

45
ছবি আপডেটে বাড়তি খরচ

শুধু তাই নয়, ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার তরফে আধার কার্ডে চোখের রেটিনা, ছবি, আঙুলের ছাপ সহ এই ধরনের বায়োমেট্রিক আপডেটের জন্য ১৫০ টাকা। আগে যেখানে খরচ হত ১২৫ টাকা। তবে ৫ থেকে ৭ বছর ও ১৫ থেকে  ১৭ বছরেরে মধ্যে বায়োমেট্রিক আপডেটের জন্য কোনও টাকা লাগবে না। 

55
বাড়ি থেকে আধার আপডেটে বাড়বে খরচের পরিমাণ

জানা গিয়েছে, একই সঙ্গে কোনও ব্যক্তি যদি আধার সেন্টারে গিয়ে আধার কার্ড আপডেট না করাতে পারনে তাহলে বাড়ি থেকে করাতে গেলে সেই কাজের জন্য খরচ পড়বে জিএসটি সহ  ৭০০ টাকা। এছাড়াও একজনের বেশি আধার আপডেট করাতে হলে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে। 

Read more Photos on
click me!

Recommended Stories