অপেক্ষা শেষ! জানুয়ারিতেই নতুন ডিএ দিতে পারে রাজ্য, কেন্দ্রের সঙ্গে ফারাকের হিসেব রইল

কেন্দ্র দীপাবলির সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে সরকার। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত এই নিয়ে কিছুই ঘোষণা করেনি। তাই মহার্ঘ ভাতা নিয়ে জল্পনা তুঙ্গে।

 

Saborni Mitra | Published : Dec 1, 2024 4:07 AM IST
110
নতুন বছরই ডিএ

নতুন বছরই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়াতে পারে রাজ্য সরকার। সরকার ঘোষণা না করলেও তাই নিয়ে জল্পনা তুঙ্গে।

210
বছর শুরুতেই সুখবর!

রাজ্য সরকারের তরফে সেরকমই তোড়জোড় শুরু করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নয়া বছরের উপহার হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে। কবে সেই ঘোষণা করা হবে, সে বিষয়ে আপাতত কোনও দিনক্ষণ চূড়ান্ত করা না হলেও বছরের শুরুতেই সেই সুখবর মিলতে পারে।

310
কত ডিএ বাড়বে

সূত্রের খবর নতুন বছই রাজ্য সরকার সরকরি কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ বাড়াতে পারে। রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ৫০ শতাংশহারে ডিএ পান।

410
নতুন ডিএ

রাজ্য সরকার যদি তিন শতাংশ হারে ডিএ বাড়ায় তাহলে রাজ্যের সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন।

510
কেন্দ্র রাজ্য ডিএ ফারাক

বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান। এই রাজ্য যদি ৩ শতাংশ হারে ডিএ বাড়ায় তাহলে তাদের ডিএর পরিমাণ হবে ৫৩ শতাংশ।

610
ডিএ বৃদ্ধি কোন রাজ্যের?

সূত্রের খবর নতুন বছর রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

710
পশ্চিমবঙ্গের ডিএ

পশ্চিমবঙ্গের ডিএ নিয়েও রয়েছে জটিলতা। তবে এই রাজ্যে কবে ডিএ ঘোষণা করা হবে তা নিয়েও রয়েছে জটিলতা। গত বছর মমতা বন্দ্যোপাধ্য়ায় ডিসেম্বর মাসে ডিএ ঘোষণা করেছিলেন।

810
আশার আলো

রাজ্যের সরকারি কর্মীরা সেই কারণে আশায় আশায় রয়েছে এই বছরও ডিসেম্বরে ডিএ ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা কার্যকর হতে পারে জানুয়ারিতে।

910
কেন্দ্রের ডিএ

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে। যা কার্যকর হচ্ছে।

1010
কেন্দ্রের ডিএ

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ ঘোষণা করে কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos