DA News: অবসরপ্রাপ্তদের ডিএ নিয়ে দুর্দান্ত খবর! মহার্ঘ্যতা ত্রাণ সম্পর্কে রইল বড় আপডেট

পেশনশনভোগীদের জন্য দারুণ খবর! এবার কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রক পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি করেছে। রইল পুরো আপডেট।

 

Saborni Mitra | Published : Nov 30, 2024 3:20 PM IST
110
পেনশনভোগীদের ডিএ

কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রক সম্প্রতি একটি স্মারকলিপি প্রকশ করেছে। সেখানে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশনে অধীনে পেনশনভোগীদের জন্য বকেয়া ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করেছে।

210
ডিএর পরিবর্তে ডিআর

কেন্দ্রীয় সরকার যখনও সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তখনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ত্রাণ বা ডিআর ঘোষণা করে।

310
ডিআর বৃদ্ধি

১ জুলাই ২০২৪, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল। ৫০ শতাংশ থেকে তার ৫৩ শতাংশ করা হয়েছিল।

410
পেনশনভোগীদের বিভাগ

কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী, একই সঙ্গে পিএসইউ ও স্বায়ত্তশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা এই বর্ধিত ডিআর পেয়ে থাকেন।

510
সশস্ত্র বাহিনী পেনশনভোগী

প্রতিরক্ষ পরিষেবার অধীনে অবসরপ্রপ্ত কর্মীরাও এই অর্থ পেয়ে থাকেন।

610
স্মারকলিপিতে উল্লেখ

কেন্দ্রীয় সরকারের স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, ডিআর এর সময়সীমা অক্টোবর ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মীদের মত তারাও একই সময় থেকে বর্ধিত ডিআর পাবেন।

710
বিচারপতিদের জন্য অন্য নিয়ম

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে বিচার বিভাগ পৃথক আদেশ জারি করবে।

810
কেন্দ্রের ডিএ বৃদ্ধি

অক্টোবর মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএর কথা ঘোষণা করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে এই ডিএ দেওয়া হচ্ছে।

910
অষ্টম বেতন কমিশনের দাবি

এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশন ঘোষণার দাবি তুলেছে। কেন্দ্রের কাছে তাদের দাবি জানিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।

1010
নতুন বেতন

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন ৫০ হাজারের বেশি হওয়ার কথা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos