একধাক্কায় ৫ শতাংশ বাড়ানো হল DA! বেতনের আগেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা

Published : Nov 21, 2024, 05:37 PM IST

কালীপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ছিল কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের পরই একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। এবার সেই তালিকায় নাম লেখাল এই রাজ্যও। বেতনের আগেই নাকি ঢুকে যাবে ডিএ-র টাকা।

PREV
110

সম্প্রতি মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (DA) এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার।

210

এবারে সে রাজ্যে এক লাফে পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে।

310

এর দ্বারা উপকৃত হবেন সে রাজ্যের আড়াই লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের। পয়লা নভেম্বর থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

410

জানিয়ে রাখি, এতদিন ২৫ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। এবারে তা বেড়ে হবে ৩০ শতাংশ।

510

বছর শেষে এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগার থেকে ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।

610

সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কমে দাঁড়াল ২৩ শতাংশে।

710

এবার থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীরা ৩০ শতাংশ হারে ডিএ পাবেন।

810

প্রসঙ্গত, ত্রিপুরায় ২০১৮ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল।

910

এদিকে শোনা যাচ্ছে জানুয়ারি মাসে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে। আবার অষ্টম পে কমিশন নিয়েও জোরালো হচ্ছে জল্পনা।

1010

এদিকে কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য সরকারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে। সেই তালিকায় এবার নাম লেখাল ত্রিপুরা।

click me!

Recommended Stories