মিলল স্বস্তি! বছর শেষে বাড়ল DA, কারও ১২%, কারও ৭%, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

Published : Dec 14, 2024, 09:46 AM IST

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির অনুমোদন দিল অর্থ দফতর। সেই মতোই এবার বাড়ানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। অর্থাৎ বছর শেষেই মিলল সুখবর।

PREV
19

২০২৪ সালের ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ (Dearness Allowance) কার্যকর হবে।

29

রাজ্যের তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন, তাদের ১২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।

39

পাশাপাশি ডিএ বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদেরও।

49

তাদের সাত শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছে।

59

জানিয়ে রাখি, সম্প্রতি এই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। ডিএ বৃদ্ধির বিষয়ে সুখবর দিয়েছেন তিনি।

69

উল্লেখ্য, এতদিন পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা ৪৪৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। এবার তা বেড়ে হল ৪৫৫ শতাংশ।

79

এদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ২৩৯ শতাংশ হারে ডিএ পেতেন। এবার তা বেড়ে হল ২৪৬ শতাংশ।

89

একই সাথে আরও জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের এরিয়ার বা বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়া হবে।

99

পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজস্থানের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

click me!

Recommended Stories