DA News: জানুয়ারি মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের, বেতন ঠিক কতটা বাড়বে রইল তার হিসেব
দেখতে দেখতে ২০২৪ সাল শেষ। শুরু হয়েছে হিসেব নিকাশের পালা। আগামী বছর নিয়েও জল্পনা। তবে তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অপেক্ষ করে রয়েছে নতুন মহার্ঘ ভাতা।
Saborni Mitra | Published : Dec 13, 2024 10:30 AM IST
কেন্দ্রের ডিএ
কেন্দ্রীয় সরকার সাধারণত জানুয়ারি আর জুলাই মাসে ডিএ ঘোষণা করে থাকে। বছরে দুইবার মহার্ঘ ভাতা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার।
নতুন বছরই ডিএ
জানুয়ারিতে ডিএ দেওয়ার অর্থ নতুন বছরে মহার্ঘ ভাতার ঘোষণা। যদিও টাকা হাতে পেতে মার্চ থেকে এপ্রিল মাস হয়ে যায়।
জানুয়ারিতেই ডিএ আপডেট
নতুন দিল্লি সূত্রের খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জানুয়ারিতেই ডিএ নিয়ে আসতে পারে বড় আপডেট। নতুন বছরই বড় উপহার পেতে পারেন সরকারি কর্মীরা।
অষ্টম বেতন কমিশন
আগামী বছর অষ্টম বেতন কমিশনেরও ঘোষণা হতে পারে বলে দিল্লিতে গুঞ্জন। দিও এখনও কেন্দ্রীয় সরকারের কর্মীরা এই বিষয়ে কিছু জানায়নি।
বাজেট অষ্টম বেতন কমিশন!
২০২৫ সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের কথা থাকতে পারে বলে অনুমান করছে সরকারি কর্মীরা। কিন্তু কেন্দ্র সরকার এখনও এই বিষয়ে কিছুই ঘোষণা করেনি।
ডিএ-তে উপকৃত পেনশনভোগীরা
কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করলে সরকারি কর্মীদের সঙ্গে উপকৃত হবেন পেনশনভোগীরা।
কতটা বাড়বে ডিএ
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ বাড়তে পারে। AICPI সূচকের তথ্য বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার ৩ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।
কেন্দ্রের মহার্ঘ ভাতা কত হবে
জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হলে তাদের মহার্ঘ ভাতা পৌঁছাবে ৫৬ শতাংশে।
বেতন কত হবে
সপ্তম বেতন কমিশনের পে-স্কেল অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীদের বেসিক বেতন সহ বছরে আরও ৬ হাজার ৪৮০ টাকা বেতন বাড়বে।