112
লটারি লাগল সরকারি কর্মীদের
রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর। এবার লটারি লাগল প্রত্যেক সরকারি কর্মীদের।
Subscribe to get breaking news alertsSubscribe 212
ডিএ বৃদ্ধি
এবার এই রাজ্যের সরকার সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।
312
কতটা বৃদ্ধি
সদ্য রাজ্য সরকার ঘোষণা করেছে এবার ২% হারে ডিএ বৃদ্ধি করেছে। যাতে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের।
412
এখন থেকে ডিএ
এই রাজ্যের সরকারি কর্মীরা এখন থেকে ৫৫% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন।
512
উপকৃতের সংখ্যা
রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায়১৬ লক্ষ সরকারি কর্মী। উপকৃত হবেন রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।
612
কার্যকর
২% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হবে জানুয়ারি মাস থেকেই। তবে এখানেই শেষ নয়। রাজ্য সরকারি কর্মীদের লটারি লাগল বলেও দাবি করছেন অনেকে।
712
উৎসব অগ্রিম
একই সঙ্গে উৎসব অগ্রিম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এবার থেকে ২০০০০ টাকা করে উৎসব অগ্রিম দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
812
কোন রাজ্য সরকারের পদক্ষেপ?
সম্প্রতি তামিলনাড়ু সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। পাশপাশি উৎসবের জন্য অগ্রিম দেওয়ার কথাও ঘোষণা করেছে
912
বাড়াল মাতৃত্বকালীন ছুটি
মহিলা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। ২০২১ সালে জুলাই মাসে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৯ মাস করা হয়েছিল। এবার সেখানে থেকে বাড়িয়ে এক বছর করা হয়েছে।
1012
নিয়ম
এটি প্রোবেশনের সময়ের মধ্যে এখন থেকে গণ্য করা হবে। সেই সঙ্গেই ১৫ দিনের ‘আর্নড লিভে’র বদলে টাকা পাওয়ার বিষয়টিও ফের চালু করা হচ্ছে
1112
মুখ্যমন্ত্রীর ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘোষণা করেছেন। তাতে খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।
1212
বাংলার ডিএ
এপ্রিল মাসেই নতুন ঘোষণা অনুযায়ী বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে। বাজেটে বাংলার সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।