Indian Railway: ১ মে থেকে নতুন নিয়ম, ওয়েটিং টিকিট নিয়ে ওঠা যাবে না ট্রেনে, কড়া হচ্ছে ভারতীয় রেল

Published : Apr 29, 2025, 11:50 AM ISTUpdated : Apr 29, 2025, 11:53 AM IST

Indian Railway: ১ মে থেকে ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার ও এসি কোচে ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে। কনফার্ম টিকিটধারীদের সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। ওয়েটিং টিকিটে ভ্রমণ করলে জরিমানা, এমনকি জেনারেল কোচে যাওয়ার নির্দেশও দেওয়া হতে পারে।

PREV
112

প্রত্যেকদিন ভারতীয় রেলে লক্ষ লক্ষ যাত্রী যাতাযাত করে থাকেন। দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলে রেল।

212

সারাদিনে কয়েক হাজার ট্রেন চলাচল করে থাকে। তার মধ্যে কোনওটি এক্সপ্রেস (Express), কোনওটি সুপার ফাস্ট ট্রেন তো কোনওটি লোকাল ট্রেন।

312

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যেমন বিভিন্ন ধরনের ট্রেন (Train) চালু হয়েছে। তেমনই রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা।

412

তবে, এবার যাত্রীদের কথা মাথায় রেখে কড়া হচ্ছে রেল কর্তৃপক্ষ। ১ মে থেকে বদল হচ্ছে নিয়মের।

512

এবার থেকে ওয়েটিং টিকিট (Ticket) নিয়ে স্লিপার এবং এসি কোটে ভ্রমণ হল নিষিদ্ধ। এই বিষয় চালানো হবে বিশেষ অভিযান।

612

যদি কারও ওয়েটিং টিকিট (Waiting Ticket) থাকে আর তা নিয়ে ট্রেনে ওঠেন তাহলে মোটা টাকা কেটে নিতে পারে টিটি। এমনকী, জেনারেল কোচে যাওয়ার নির্দেশ দিতে পারে।

712

উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ জানান এই প্রসঙ্গে।

812

তিনি বলেন, কনফার্ম টিকিটের যাত্রীদের সুবিধার্থে এই নিয়ম করা হয়েছে। যাতে ওয়েটিং-এ থাকা টিকিটের যাত্রীদের কারণে সমস্যার মধ্যে পড়তে না হয়।

912

আবার জেনারেল একটি টিকিট কেটে এসি কোচে ঢুকে সমস্যা তৈরি করেন অনেকে। জোর করে সিট দখল করেন।

1012

এই নিয়ে সতর্ক হল প্রশাসন। এমন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

1112

এবার থেকে টিকিট কনফার্ম না হলে নিজে থেকে বাতিল করে দিন। কিন্তু, সেই টিকিট নিয়ে ট্রেনে চড়বেন না।

1212

ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে চড়লে বিপদে পড়তে পারেন। জেনারেল টিকিট কেটে ভুলেও উঠবেন না এসিতে। হতে পারে শাস্তি।

click me!

Recommended Stories