এক লাফে ৩০০০ টাকা পর্যন্ত মাইনে বাড়ল ২.৫ লক্ষ কর্মীর! বছরের শুরুতেই ধামাকা খবর রাজ্য সরকারের

সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে এল বড় আপডেট। বাড়ল ২.২% DA, যার ফলে একধাক্কায় ৩০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের। কাদের জন্য প্রযোজ্য নতুন DA? কত টাকা পাবেন সরকারি কর্মীরা? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Parna Sengupta | Published : Jan 2, 2025 8:56 AM
113

গত বছর দুর্গাপুজোর আগে শেষবার কেন্দ্রীয় সরকার সকল সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়িয়েছিল প্রায় ৩ শতাংশ। যার ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

213

দেখতে দেখতে জানুয়ারি শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর পড়তেই আরও এক দফায় বাড়ানো হল মহার্ঘ ভাতা।

313

এবার রাজ্য সরকার, কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটল।

413

বছরের প্রথমেই এই নয়া চমকে বেশ খুশি সরকারী কর্মীরা।

513

বছরের প্রথমেই এই নয়া চমকে বেশ খুশি সরকারী কর্মীরা।

613

বর্ষশেষের দিন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে।

713

কর্মীদের ২০.১% হারে DA দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

813

আর সুখবর হল জানুয়ারি মাস থেকেই সেটা কার্যকর হবে।

913

এই মাসের মাইনের সাথেই হয়তো বকেয়া পাওয়া যাবে একইসাথে বর্ধিত মাইনেও মিলবে।

1013

১০. মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেই বেতন বেড়ে যাবে সেটা স্বাভাবিক। তবে কতটা বাড়বে বেতন?

1113

জানা যাচ্ছে নতুন হারে ভেরিয়েবল DA কার্যকর হওয়ার পর নূন্যতম ২৫৫ টাকা ও সর্বোচ্চ ৩০০০ টাকা বেতন বৃদ্ধি হবে।

1213

এর ফলে প্রায় আড়াই লক্ষ কর্মীরা উপকৃত হবেন। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় হাসি ফুটেছে কর্মীদের মুখে।

1313

ঝাড়খণ্ডের কোল ইন্ডিয়ার কর্মীদের জন্য DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos