পুজোর আগেই আরও একদফা DA ঘোষণা সরকারি কর্মীদের জন্য, মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট

Published : Jul 03, 2025, 08:18 PM IST

সম্প্রতি প্রকাশিত হয়েছে লেবার ব্যুরোর রিপোর্ট। সেখানেই বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রত্যাশিত ডিএ আব ডিআর আরও একদফা বাড়ান হবে। 

PREV
110

মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ-র জন্য যখন রাজ্যের সরকারি কর্মীরা হন্যে হয়েছে ঘুরছেন তখন কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য সুখবর।

210

রাজ্যের সরকারি কর্মীরা আবারও মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

310

পুজোর আগেই কপাল খুলে যেতে পারে কেন্দ্রের সরকারি কর্মীদের। কারণ পুজোর আগেই আরও এক দফা ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রের মোদী সরকার।

410

সম্প্রতি প্রকাশিত হয়েছে লেবার ব্যুরোর রিপোর্ট। সেখানেই বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রত্যাশিত ডিএ আব ডিআর আরও একদফা বাড়ান হবে।

510

নতুন করে আবার ডিএ ঘোষণা করা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ হবে ৫৮ শতাংশ। রাজ্যের সরকারি কর্মীদের তুলনায় তাদের ডিএর ফারাক আরও অনেকটা বেড়ে যাবে।

610

কেন্দ্রীয় সরকার সধারণত বছরে দুইবার ডিএ ঘোষণা করে। জানুয়ারি আর জুলাই মাসে। গত মার্চে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ ঘোষণা করেছিল। এই বছরে দ্বিতীয় দফায় পুজোর আগে অগস্ট বা সেপ্টেম্বর মাসে ডিএ ঘোষণা করতে পারে।

710

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫ শতাংশ হারে ডিএ পান। পরবর্তীতে ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে।

810

অষ্টম বেতন কমিশন আগামী ২০২৬ সালে লাগু হতে পারে বলেও শোনা যাচ্ছে। বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধক্কায় বাড়বে অনেকটা। নূন্যতম বেতন হতে পারে ৫০ হাজার টাকার বেশি।

910

বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক রয়েছে প্রায় ৩৭ শতাংশ। নতুন ডিএ ঘোষণা হলে সেই ফারাক আরও বেড়ে যাবে।

1010

রাজ্যের সরকারি কর্মীদের বর্তমানে দাবি বকেয়া ২৫ শতাংশ ডিএ। আর সেই কারণে আইনি লড়াইয়ের পাশাপাশি বড় আন্দোলনেরও পরিকল্পনা নিয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories