DA News: কোন রাজ্যে সরকারি কর্মীরা কত শতাংশ হারে ডিএ পায় জানেন? জেনে নিন বাংলার স্থান কোথায়

Published : May 17, 2025, 09:57 AM IST

DA News: সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বাংলার অস্বস্তি। বিচারপতির নির্দেশ, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে কর্মীদের। বিভিন্ন রাজ্যে ডিএ-এর হারে বৈষম্য।

PREV
110

শুক্রবার ডিএ মামলায় শীর্ষ আদালতে অস্বস্তিতে পড়েছে বাংলা। দীর্ঘদিনং ধরে বকেয়া ডিএ নিয়ে জটিলতা লেগেই আছে।

210

শুনানিতে বিচারপতি বলেন, অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ কর্মচারীদের দিতে হবে। বর্তমানে কেন্দ্র ও রাজ্য়ের মধ্যে ফারার ৩৭ শতাংশ।

410

গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অপরুণাচল প্রদেশ ও অসম সহ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা মোট ৫৫ শতাংশ দিয়ে থাকে।

510

বিহার, ছত্তীসগঢ়, সিকিম মাহার্ঘ ভাতা দেওয়া হয় ৫০ শতাংশ।

610

তেলেঙ্গনা ও তামিলনাড়ুতে সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ পরিমাণ ৫৩ শতাংশ।

710

হিমাচল প্রদেশ, কর্নাটক, মেঘালয়, মিজোরাম ও পঞ্জাবে প্রদত্ত মহার্ঘ ভাতার পরিমাণ ৪০ থেকে ৪৬ শতাংশ।

810

অন্ধ্রপ্রদেশ ও মণিপুরে যথাক্রমে ৩০ থেকে ৩৯ শতাংশ। ত্রিপুরায় ৩৩ শতাংশ। তেলেঙ্গনা ২৬ শতাংশ।

910

সর্বোচ্চ ডিএ দেয় মহারাষ্ট্র বকেয়া ৪৫৫ শতাংশ। তারপরেই রয়েছে নাগাল্যান্ড। সেখানে ২৫২ শতাংশ।

1010

সর্বনিম্ন স্থানে আছে কেরল। সেখানে ১৫ শতাংশ। তারপর বাংলা ১৮ শতাংশ

Read more Photos on
click me!

Recommended Stories