DA নয়, একলাফে ২৫% বাড়ানো হল সরকারি কর্মীদের এই ভাতা! জুনেই ঢুকবে মোটা টাকা?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। সরকারি কর্মীদের জন্য সুখবর দিল সরকার। যদিও ডিএ বাড়ানো হয়নি। তবে একধাক্কায় ২৫ শতাংশ টাকা বাড়ানো হল এই বিশেষ ভাতায়। দেখে নিন ঠিক কত টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা।

অল্প স্বল্প নয় একেবারে ২৫% বেড়েছে ভাতা ফলে অনেকটাই বেশি টাকা পাওয়া যাবে।
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি কর্মীদের জন্য সুখবর দিল সরকার।
যদিও ডিএ বাড়ানো হয়নি। তবে একধাক্কায় ২৫ শতাংশ টাকা বাড়ানো হল এই বিশেষ ভাতায়।
দেখে নিন ঠিক কত টাকা হাতে পাবেন সরকারি কর্মীরা। একলাফে ২৫% বাড়ানো হল সরকারি কর্মীদের এই ভাতা! জুনেই ঢুকবে মোটা টাকা?
সেই সঙ্গে কোন খাতে এই বৃদ্ধি হল ও কোন কর্মীরা পাবেন টাকা? জানতে হলে আজ প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
যেহেতু সপ্তম পে কমিশন অনুযায়ী, জানুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৩% হয়ে গিয়েছে তাই একাধিক বিভাগের তরফ থেকে ভাতার পরিমাণ সংশোধনের জন্য দাবি জানানো হচ্ছিল।
এবার অনেকেই ভাবছেন ২৫% বৃদ্ধি পাওয়ার পর কত টাকা করে পাওয়া যাবে?
উত্তর হল আলাদা আলাদা ক্ষেত্রে টাকার পরিমাণ ভিন্ন হবে।
সন্তানদের পড়াশোনার জন্য ভাতা পেয়ে থাকেন সরকারি কর্মীরা। এবার ভাতাই ২৫% বাড়ানো হয়েছে।
আসলে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মহার্ঘ ভাতা যদি ৫০% বেড়ে যায় থাকে সন্তানের পড়াশোনার জন্য পাওয়া ভাতার পরিমাণ ২৫% হারে বাড়ানো হবে। সেই হিসাবেই এই বৃদ্ধি হয়েছে।
প্রতিমাসে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ হিসাবে ২৮১২.৫ টাকা, ও হোস্টেল ভাড়া হিসাবে ৮৪৩৭.৫ টাকা পাওয়া যাবে।
এছাড়া যদি সন্তান বিশেষ ভাবে সক্ষম হয় সেক্ষেত্রে প্রতিমাসে ৫৬২৫ টাকা পাবেন।
আর যদি কর্মী নিজেও একজন বিশেষভাবে সক্ষম মহিলা হন তাহলে সন্তানদের দেখাশোনার জন্য তাকেও ৩৭৫০ টাকা দেওয়া হবে।
এবার সেই হিসাবেই নতুন করে ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে হরিয়ানা সরকারের তরফ থেকে।
এই রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের হারেই ভাতা পাবেন বলে জানা যাচ্ছে।

