২০১৪ থেকে ২০২৪ টানা তিনবার দিল্লির মসনদ দখল করলেন নরেন্দ্র মোদী। ছুঁয়ে ফেললেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। যদিও এবার শরিক নির্ভর কেন্দ্রের এনডিএ সরকার। একক সংখ্যগরিষ্ঠতা পায়নি বিজেপি।
দীর্ঘ দিন পরে বিরোধী দলের মর্যাদা পেল কংগ্রেস। প্রায় এক দশক পরে বিরোধী দলের মর্যাদা পেল শতাব্দী প্রাচীন দলটি। বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার তাঁরই নেতৃত্বে ভোটে লড়াই করেছিল কংগ্রেস।
৩৭০ ধার রদ হওয়ার পরে ২০২৪ সালে প্রথম নির্বাচন হল জম্মু ও কাশ্মীর বিধানসভায়। যদিও কাশ্মীরিরা ইন্ডিয়া জোটের পক্ষেই রায় দিয়েছেন। সরকারও গঠন হয়েছে। নতুন সরকার কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনার পক্ষে উদ্যোগী।
জ্বলছে মণিপুর
কুকি আর মেইতি সংঘর্ষে উত্তাল মণিপুর। দফায় দফায় চলছে সংঘর্ষ। মোটের ওপর রক্তাক্ত মণিপুর। বিরোধীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগ দাবি করেছেন।
লাদাখ সমস্যা মিটল
লাদাখ থেকে পিছু হঠছে চিনা সেনা। লোকসভায় বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন সীমান্ত পরিস্থিতি উন্নতিতে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৪ সাল অন্যদিক থেকে গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে। কারণ এবার সংসদীয় রাজনীতিতে এলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়়রা। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে। উত্তরপ্রদেশের দলের সংগঠনের দায়িত্বে ছিলেন। এবার দাদার ছেড়ে যাওয়া ওয়াইনাড আসন থেকে গেলেন সংসদে।
পুরীর রত্নভাণ্ডার
দীর্ঘ ৪৬ বছর পরে খোলা হল পুরীর রহস্যময় রত্নভাণ্ডার। রত্নভাণ্ডারের অবস্থা নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একটি ৪৬ পাতার রিপোর্ট দিয়েছে মন্দির কর্তৃপক্ষকে।
চলতি বছর এক রত্ন হারাল ভারত। মারা গেলেন টাটা গ্রুপের প্রধান রতন টাটা। যদিও আগেই অবসর নিয়েছিলেন। কিন্তু তাও যুক্ত ছিলেন নিজের সংস্থার সঙ্গে। রতন টাটার মৃত্যুতে বড় ক্ষতি ভারতের।
প্রয়াত সীতারাম ইয়েচুরি। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে রীতিমত জাতীয় স্তরে ধাক্কা খাচ্ছে বাম আন্দোলন। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
চলতি বছর বড় রকম আবহওয়ার পরিবর্তন দেখল ভারত। গরমকালে প্রবর গরম। বর্ষায় ভাসল পশ্চিমবঙ্গ, বিহার-সহ একাধিক রাজ্য। ঘূর্ণিঝড় লন্ডভন্ড হল তামিলনাড়ু। আর মৌসম ভবনের রিপোর্ট বলল, ১২৩ বছর এটাই ছিল উষ্ণতম নভেম্বর।