বেকারদের জন্য সুখবর! এবার হাতে হাতে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী, চাকরি পাবেন হাজার হাজার ছেলে মেয়ে
এবার কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের হাজার হাজার যুবকদের মুখে হাসি ফুটে চলেছে। এবার চাকরি পাবে হাজার হাজার বেকার যুবক।
২০২২ সাল থেকেই রোজগার মেলার আয়োজন করে কেন্দ্রীয় সরকার। হাতে হাতে প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পান প্রার্থীরা।
দেশ জুড়ে একাধিক রাজ্যের চাকরি প্রার্থীরা এই নিয়োগ মেলায় অংশগ্রহণ করতে পারলেও এক্ষেত্রেও বঞ্চিত পশ্চিমবঙ্গ।
চলতি বছরেও শুরু হবে এই মেলা। আগামী ২৩ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এবার অনুষ্ঠানে আধাসামরিক বাহিনীর ৪৬ হাজার শূন্যপদে নিয়োগ হবে।
বাকিরা সুযোগ পেলেও সুযোগ পাচ্ছিলেন না পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা।
৩৮ জন প্রার্থী সুযোগ না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার ওই মামলার শুনানি ছিল।
আর ঠিক ১০ দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তার মধ্যেই রাজ্যের হয়ে রায় দিল কেন্দ্র।