Mid-day Meal: টাকা নয়, পয়সা! মিড-ডে মিলের ছিটেফোঁটা বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র

মিড ডে মিল এবার বড় প্রশ্নের মুখে। করণ টানা ২ বছর পরে মিড-ডে মিলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে মাথাপিছু ৭০-৭৫ পয়সা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

Saborni Mitra | Published : Nov 27, 2024 2:36 PM IST
110
মিড ডে মিল

প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের উদ্যেগে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে খাওয়ার ব্যবস্থা করা হয়।

210
স্কুলে খাওয়া

স্কুলে নিয়মিত দুপুরের খাওয়ার ব্যবস্থাই হল মিড-ডে মিল। দুপুরে ভাত , ডাল , তরকারি দেওয়া হয়। অনেক সময় সোয়াবিন, ডিম , মাংসেরও ব্যবস্থা করা হয়।

310
বাজেট

কিন্তু মিড-ডে মিলের বাজেট নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে রাজ্য। কেন্দ্রের বিরুদ্ধেও বঞ্চনার অভিযো উঠেছে। রাজ্যের অভিযোগ কেন্দ্র যা দেয় তা দিয়ে সঠিকাভাবে মিড-ডে মিল চালান যায় না।

410
কেন্দ্র বরাদ্দ বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করেছে। তবে সেই বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

510
মিড-ডে মিলের বরাদ্দ

মিড-ডে মিল মিলে কেন্দ্র প্রাথমিকের জন্য মাথাপিছু ৭০ আর উচ্চ প্রাথমিকের জন্য ৭৫ পয়সা করে বৃদ্ধি করেছে।

610
তারপরেও প্রশ্ন

কেন্দ্রের এই বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বর্তমানে খাদ্য শস্যের যা দাম তাতে এই পয়সার পড়ুয়াদের পুষ্টির ব্যবস্থা কতটা করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

710
শেষবার বরাদ্দ

শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। সে বার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ৫.৪৫ টাকা। আর মাথাপিছু বরাদ্দ বেড়ে ৮.১৭ টাকা হয়েছিল উচ্চ প্রাথমিকে।

810
বর্তমানে বরাদ্দ

কেন্দ্র বরাদ্দ বৃদ্ধি করায় বর্তমানে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হল ৬.১৯ টাকা। আর উচ্চ প্রাথমিকে ৯.২৯ টাকা।

910
মিড-ডে মিলের দাবি

শিক্ষকদের দাবি বর্তমানে সঠিকভাবে পড়ুয়াদের পুষ্টিকর মিড-ডে মিল দেওয়ার জন্য প্রাথমিকে মাছাপিছু ১০ টাকা আর উচ্চ প্রাথমিকে মাথাপিছু ১৫ টাকা করে বরাদ্দ করা হয়ে ভাল হয় বলে পড়ুয়াদের দাবি।

1010
রাজ্যের দিকে নজর

বিজেপির শিক্ষ সেলের রাজ্য সম্পাদক জানিয়েছেন, মিড-ডে মিলে বরাদ্দ আরও বাড়ান হলে ভাল হত। কিন্তু কেন্দ্রের টাকা যাতে অন্যত্র খরচ না হয় তার দিকেও নজর দেওয়া জরুরি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos