
১. বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। এরই মধ্যে নদিয়া জেলার শান্তিপুরে দেখা গেল অন্যরকম দৃশ্য। এদিন সকালে শান্তিপুর থেকে শিয়ালদার দিকে রওনা হওয়া লোকাল ট্রেনের কামরায় পালিত হল বিশ্বকর্মা পুজো। নিত্যযাত্রীরা নিজেরা চাঁদা তুলে পুরোহিত ডেকে করেন পুজোর আয়োজন। ঢাক-কাঁসরের শব্দে আর আনন্দোল্লাসে ভরে ওঠে সারা কামরা। যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। রেল কর্তৃপক্ষকেও দেওয়া হয় বিশেষ উপহার ও প্রসাদ। একদিনের জন্য ট্রেনের কামরাই যেন রূপ নেয় পূজামণ্ডপের।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Vishwakarma Puja 2025: চলন্ত ট্রেনের মধ্যেই বিশ্বকর্মা পুজো, শান্তিপুরে অভিনব আয়োজন
২. দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন। সেপ্টেম্বর মাসের বেতন আগাম দেওয়া হচ্ছে। অর্থ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করা হয়েছিল। এবার নবান্নও একই ঘোষণা করল।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- পুজোয় ডবল ধামাকা নবান্নের! মূল বেতনের সঙ্গে অতিরিক্ত টাকা দেওয়ার ঘোষণা মমতার
৩. বুধবার ৭৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন। এরই মধ্যে এদিন পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'অপারেশন সিঁদুর' চালিয়েছি এবং জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করেছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী চোখের পলকে পাকিস্তানকে নতজানু করেছে। নতুন ভারত কারও পারমাণবিক হুমকিকে ভয় পায় না।'
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'পারমাণবিক হুমকিতে ভয় পায় না ভারত', জন্মদিনে পাকিস্তানকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
৪. ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়ম। আইআরসিটি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরার টিকিট কাটতে হলে সংশ্লিষ্ট ট্রেনের নির্দিষ্ট দিনের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ১৫ মিনিটে টিকিট কাটতে হলে আধার কার্ড যাচাই করা বাধ্যতামূলক। এতদিন শুধু তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার যাচাই করা বাধ্যতামূলক ছিল। এবার সাধারণ টিকিট কাটার ক্ষেত্রেও আধার লাগবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- অনলাইনে ট্রেনের টিকিট কাটতে এবার আধার কার্ড লাগবেই,জানুন বিষয়টি কী!
৫. ফের মুখ পোড়াল পাকিস্তান। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে না সরানোয় বুধবার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে খেলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তবে দীর্ঘ নাটকের পর এই ম্যাচ খেলতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলতে পৌঁছে গেল পাকিস্তান দল। পাইক্রফটের সঙ্গেই টস করতে মাঠে নামলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আগা।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এশিয়া কাপ ২০২৫: পাকিস্তান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ নিয়ে চূড়ান্ত নাটক, খেলা হবে?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।